Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আসছে নতুন মিটিং অ্যাপ ! করোনা পরিস্থিতির মাঝে অফিসের মিটিং , ক্লাস অথবা গুরুত্বপূর্ণ কাজ সবই হচ্ছে অনলাইনে। করোনা আবহে ঘরে থেকেই বিভিন্ন মিটিং -এ উপস্থিত হওয়ার সুবিধা থাকায় জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অ্যাপ। তার মধ্যে জুম ও গুগল মিট অন্যতম। কিন্তু এবার জুম ও গুগল মিটকে টেক্কা দিতে মাইক্রোসফট নতুন মিটিং এপ্লিকেশন নিয়ে আসার কথা ঘোষণা করলো। যা শোরগোল ফেলেছে টেক দুনিয়াতে।
নতুন এপ্লিকেশনের নাম মাইক্রোসফট টিম। নতুন এই এপ্লিকেশনে থাকবে একটি কলে ৩০০ জনের উপস্থিতি ও টানা ২৪ ঘন্টা ফ্রি কলের সুবিধা। আর তার জন্য আলাদা কোনো সফটওয়্যার ইন্স্টল্ করতে হবে না। এর দ্বারা টানা যেকোনো কাজ থেকে মিটিং বা গুরুত্বপূর্ণ ক্লাস সব কিছুই করা যাবে খুবই সহজে। কিন্তু একটি জুম কলে ১০০ জনকে নিয়ে একটানা ৪০ মিনিট কথা বলা যায় অপরদিকে গুগল মিটে ১০০ জনকে নিয়ে একটানা ৬০ মিনিট কথা বলা যায়। ফলে তার থেকেও সহজ ও বেশি জনপ্রিয় হবে এই মাইক্রোসফট টিম।
আরো পড়ুন :- Whatsapp-এ এলো নতুন ফিচার
টেক বিশেজ্ঞদের ধারণা মাইক্রোসফটের এই উদ্যোগ বাকি প্রতিযোগীদের আয় অনেকটাই কমিয়ে দেবে। অবশ্য মাইক্রোসফট এমন পদক্ষেপ নেওয়ায় জুম এপ্লিকেশন অধিকর্তা কল টাইম লিমিটের বিষয়টি তুলে নেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে। কিন্তু গুগল মিটের মাথায় হাত পরে গেছে। টেক দুনিয়াতে নতুন সারা ফেলছে এই নতুন মিটিং এপ্লিকেশন।
Highlights
1. আসছে নতুন মিটিং অ্যাপ !
2. টেক দুনিয়াতে নতুন সারা ফেলছে এই নতুন মিটিং এপ্লিকেশন
#APP #Tech