ইন্টারনেট ছাড়াও মোবাইলে টাকা লেনদেন সম্ভব , জানেন কিভাবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বর্তমানে সবাই স্মার্টফোন সরগড়। করোনা পরিস্থিতি স্মার্টফোনের উপর নির্ভরতা বেড়েছে আমজনতার। এখন বহু মানুষ অনলাইন লেনদেনেই স্বাচ্ছন্দ্য। কিন্তু জানেন কি ইন্টারনেট না থাকলেও মোবাইলে টাকা লেনদেন সম্ভব?

অনলাইন লেনদেন করলেও অনেকেই জানেন না ইন্টারনেট না থাকলেও ফোনের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। এই বিশেষ সুবিধা পেতে প্রথমে খুলতে হবে ফোনের ডায়াল প্যাড।

ডায়াল প্যাডে প্রথমে টাইপ করতে হবে *99#। এরপর কল করতে হবে। খুলে যাবে একটি পপ-আপ মেনু। সেখানে ভাষা বেছে নেওয়ার অপশন থাকবে। আপনি ইংরাজিতে স্বাচ্ছন্দ্য হন, সেক্ষেত্র বাছতে হবে ১। এরপর পাবেন Send অপশন। খুলে যাবে নতুন পপ-আপ। সেখানে ব্যাংকের নাম অথবা IFSC কোডের প্রথম চারটি অক্ষর দিতে হবে। এতে BHIM-এ রেজিস্ট্রেশন হয়ে যাবে।

avilo home

ফের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করতে হবে *99#। এবার পাবেন Check Balance, My Profile, Pending Requests, Transactions, Send Money, Receive Money এবং UPI PIN।

বেছে নিতে হবে Send Money অপশন। এরপর ফোন নম্বর, ইউপিআই আইডি বা IFSC কোড ব্যবহার করে পাঠানো যাবে টাকা। যদি ফোন নম্বর অপশন সিলেক্ট করেন তাহলে যাকে টাকা পাঠাবেন, তার ফোন নম্বরটি দিতে হবে। দিতে হবে টাকার পরিমাণ। এরপর UPI পিন দিয়ে Send বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে টাকা।

ইন্টারনেট ব্যবহার না করে উপরিউক্ত পদ্ধতিতে টাকা পাঠিয়ে দেখুন এখনই।

 আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন