এই শর্ত না মানলে বিপদ ! বন্ধ হবে WhatsApp অ্যাকাউন্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এই শর্ত না মানলে বিপদ ! নিজের WhatsApp Accountটি সক্রিয় রাখতে গেলে এবার কোম্পানির কিছু শর্তাবলী অবশ্যই মেনে চলতে সকল ইউজারদের। খুব শীঘ্রই নতুন পলিসিতে এক গুচ্ছ বদল নিয়ে আসছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp। নতুন বছরে গ্রাহকদের এই বিষয়ে মেসেজ পাঠাতে শুরু করে দিয়েছে WhatsApp। বিশেষ নোটিফিকেশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের কাছে নতুন বদল নিয়ে জানাচ্ছে।

প্রসঙ্গত WhatsApp জানাচ্ছে সকল ইউজারদের যদি প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয় তবে ৮ ফেব্রুয়ারি 2021 পর্যন্ত আপডেটেড টার্মস এবং পলিসি মানতে হবে। আর যে সব ইউজারেরা নতুন আপডেট এড়িয়ে চলবে  তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করে দেবে WhatsApp। নতুন মেসেজে ২ অপশন পাঠাচ্ছে WhatsApp তাতে আছে ‘Agree’ ও অন্যতে ‘Not Now’ বাটন। কোনও ইউজার যদি ‘Agree’ অপশনে ক্লিক করেন তার অ্যাকাউন্ট ভবিষ্যতে বহাল তবিয়তেই চলবে। কিন্তু গ্রাহক ‘Not Now’ অপশনে ক্লিক করলে তাঁর অ্যাকাউন্ট কিছু দিন চললেও পরবর্তীতে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে WhatsApp।

আরো পড়ুন :- সকলকে ইনকামের সুযোগ দিচ্ছে Google ! আসছে Task Mate

উলেখ্য WhatsApp জানাচ্ছে, এখন থেকে কী ভাবে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সকল গ্রাহকের ডেটার প্রসেস আমাদের সার্ভিস আপডেট করার জন্য আপনি WhatsApp-এ যা আপলোড, সাবমিট, স্টোর, সেন্ড বা রিসিভ করে থাকেন, তার ব্যবহার, রিপ্রোডিউজ এবং ডিসপ্লে করার জন্য সারা দুনিয়ায় নন-এক্সক্লুসিভ, রয়্যালটি ফ্রি, সাবলাইসেন্সেবল এবং ট্রান্সফারেবল লাইসেন্স দেওয়া হয়ে থাকে !

Highlights

1. এই শর্ত না মানলে বিপদ ! 

2. বদলে যাবে কিছু নিয়ম

#Whatsapp #Tech

Bangla News Dunia Desk - Pallab