এবার দুষ্কৃতীদের হানা গুগুল ক্রোম ওয়েব স্টোরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   আমরা সবাই যার যখন যেটা দরকার সেটাই খুঁজি গুগুলের কাছে। আমাদের সকলের কাছেই গুগুল যেন সব জানতার দেশ। এই গুগুল ক্রোম থেকে এড অন এপ্লিকেশন উইন্ডো ইন্স্টল্ করে নিলে ইন্টারনেট সার্চ আরও সহজ হয়ে যাবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে -এওয়েক সিকিওরিটির বিশেষজ্ঞরা দেখেন যে -বিনামূল্যে অন্য পরিষেবা দেবার নাম করে দুষ্কৃতীরা প্রথমে এই গুগুল ক্রোম ওয়েব স্টোরে ঘাঁটি গড়ে। এই হ্যাকাররা লোভ দেখিয়ে ৩.২ কোটি এক্সটেনশান ডাউনলোডের মধ্য দিয়ে গ্রাহকের কম্পিউটারে এক নতুন ধরণের স্পাইওয়ার ঢুকিয়ে দিয়েছে।

 

এই কথা জানতে পেরে গুগুল দ্রুত এর ব্যবস্থা  নেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই ৭০ টি ক্ষতিকারক এড অন -কে ওয়েব স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এওয়েক সিকিউরিটির দাবি -হ্যাকাররা ইজরায়েলের গ্যালকম বা কমিউনিগ্যাল কমিউনিকেশনের থেকেই ক্রোম ওয়েব স্টোরে ১৫,০০০ মতো ডোমেন কিনেছিলো। তারপর সেগুলোকে এমনভাবে সংস্কার করা হয়েছিল যাতে করে গ্রাহকের সিস্টেমে ইন্সটল থাকা এন্টি ভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যার তাদের চিনতে না পারে। তখন গড়া গ্রাহকের নিজের অজান্তেই সব তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছিলো।

 

সব এক্সটেনশনগুলিকে এমনভাবে যোগ করে রাখা হয়েছিল যাতে যেকোনো একটিতে তথ্য ঢুকলেই সেটা অন্যগুলোর মধ্যে ছড়িয়ে পড়ছিলো। যদিও গ্যালকম সংস্থার মালিক এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন।

Highlights

১.  গুগুল ক্রোম থেকে হ্যাক হচ্ছে গ্রাহকের ইনফরমেশন। 

২.  গ্রাহকের সিস্টেমে ইন্সটল থাকা এন্টি ভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যার তাদের চিনতে না পারে।

#   গুগুল ক্রোম    #  সাইবার ক্রাইম 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন