করোনা ট্রেসিং নিয়ে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ ফ্রান্সের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, শারদীয়া রায় : করোনা ট্রেসিং নিয়ে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ আনলো ফ্রান্স।  মঙ্গলবার ফ্রান্সের তথ্য প্ৰযুক্তি মন্ত্রী অভিযোগ করেছেন যে অ্যাপল  তার আইফোনের হ্যান্ডসেটকে  “স্টপকোভিড” এই  যোগাযোগ-ট্রেসিং অ্যাপের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করে  তোলার জন্য যে সাহায্যের প্রয়োজন তা দিতে অস্বীকার করেছে। তাদের এই অসহযোগিতা করোনোভাইরাসের  বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টাকে  হ্রাস করে দিচ্ছে বলে ফ্রান্সের ধারণা । তিনি আক্ষেপ করে বলেছেন যে বর্তমানে এমন পরিস্থিতি চলছে যেখানে সবাই মিলে এই মহামারীর সাথে লড়াই করার চেষ্টা করছে । কিন্তু অর্থনৈতিকভাবে সক্ষম বড়ো সংস্থাগুলি এই সময় সরকারে সহযোগিতা করছে না। তিনি আরো বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থা পর্যবেক্ষণ করা, করোনোভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সরকারের পক্ষে  প্রয়োজনীয়  পদক্ষেপ হলেও  মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সংস্থাগুলির জন্য  তার কোনো প্রয়োজনীয়তা নেই । তবে ব্লুটুথ নিয়ে অ্যাপলের এই সিদ্ধান্তের পিছনে কি কারণ আছে তার কোনো  ব্যাখ্যা তিনি দিতে পারেন নি।  অ্যাপলের তরফ থেকেও  এই অভিযোগের কোনো জবাব আসেনি।

ফরাসী মন্ত্রী এই বিবৃতিতে জানিয়েছেন যে অ্যাপল সাহায্য  না করলেও   ২শে জুন এই অ্যাপ্লিকেশনটিকে মোবাইলে  নিয়ে আসার জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হবে এবং ১১ ই মে দেশে  লকডাউন খুললে  এই সমস্ত মোবাইলে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা শুরু  হবে। এক সমীক্ষা অনুসারে বলা হয়েছে যে  ফ্রান্সে, অ্যাপল এর মোবাইল অপারেটিং সিস্টেমের  বাজারে 21.1 শতাংশ শেয়ার ছিল। তুলনামূলকভাবে গুগলের অ্যান্ড্রয়েডের শেয়ার ছিল অনেক কম ,মাত্র .৮.৮ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য যে ব্রিটেনও  ফ্রান্সের মতো তাদের নিজস্ব কোভিড -১৯ ট্রেসিং অ্যাপটির পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন :- এই মাসের শেষে আসবে হোয়াটস্যাপ পে

এখন সমস্ত দেশগুলি স্মার্টফোনের  অ্যাপ্লিকেশনগুলির  বিকাশের জন্য আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের প্রচেষ্টা করছে যা অর্থনীতি পুনরায় চালু করার সময় করোনভাইরাস ভাইরাসজনিত মহামারী রোধে সহায়তা করবে।  বর্তমানে মোবাইলের অ্যাপ্লিকেশনগুলির   ব্লুটুথকে এমনভাবে  ব্যবহার করা হচ্ছে   যাতে  ব্যবহারকারীরা যখন সম্ভাব্য ভাইরাসযুক্ত লোকের সংস্পর্শে আসছে  তখন ফোনটি তার  কাছের ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করার অনুমতি চেয়ে নিচ্ছে। এই ব্যবস্থার ফলে করোনায়  আক্রান্ত ব্যক্তির শনাক্তকরণ আরো সহজ হয়ে যাচ্ছে।

আরো পড়ুন :- ছবি তোলা ছাড়াও ক্যামেরার অন্যান্য কাজ

Highlights

  • করোনা ট্রেসিং  অ্যাপ্লিকেশন নিয়ে  অ্যাপলের  অসহযোগিতার অভিযোগ করলো  ফ্রান্স 
  • তবে পরের মাসে পরীক্ষমূলকভাবে এই অ্যাপ্লিকেশনটির প্রয়োগ শুরু হবে
  • ব্রিটেনও তাদের নিজস্ব করোনা ট্রেসিং  অ্যাপ্লিকেশন চালু করবে পরের মাসে 

# ফ্রান্স । # ব্রিটেন । # করোনা । # অ্যাপল | #টেক 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন