Bangla News Dunia, শারদীয়া রায় :- নিরাপত্তার কারণে জুম অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে গুগল। ফলে ওয়ার্ক ফ্রম হোমের জন্য যারা জুমের মাধ্যম ভিডিও কনফারেন্সে কাজ করছিলেন তারা এখন অসুবিধার মধ্যে পড়েছেন। সোশ্যাল সাইট ব্যবহারের ক্ষেত্রেও জুম ব্যবহারকারীদের প্রয়োজন মেটাচ্ছিলো । জুমের গ্রাহকের সংখ্যা বর্তমানে ১ কোটি ছাড়িয়ে গেছে।
[ আরো পড়ুন :- লকডাউনে বিদ্যুতের বিল জমা করা যাবে বলে জানানো হলো সিইএসসি থেকে ]
কিন্তু চাহিদা যেমন বাড়ছে তার সাথে বাড়ছে আশঙ্কাও। কারণ বিশেষজ্ঞরা মনে করছেন যে এর মাধ্যমে ব্যবহারকারীর মোবাইল কিংবা কম্পিউটার এর তথ্য ফাঁস হওয়ার সম্ভবনা রয়েছে। যদিও গুগল মোবাইল এপ্লিকেশন এবং ব্রাউসার থেকে বর্তমানে জুম ব্যবহার করা যাবে।
[ আরো পড়ুন :- কোয়াইট মোড ফেসবুকের নোটিফিকেশনে ]
গুগল নিষিদ্ধ করার পরে দেখে নেওয়া যাক জুমের কিছু বিকল্প সফটওয়্যার যা ভিডিও কনফারেন্সইং এর জন্য ব্যবহার করা যাবে –
-
GoToMeeting – বিশ্বব্যাপী সংস্থাগুলির জন্য রিয়েল টাইম ভার্চুয়াল যোগাযোগ এবং সহযোগিতার জন্য GoToMeeting বিশ্বস্ত।
- Slack – অফিসের সহকর্মীদের সাথে ভিডিও এবং ভয়েস কলের মাধ্যমে যোগাযোগ রাখতে সহায়তা করে। স্ট্যান্ডার্ড প্ল্যান নেওয়া থাকলে ১৫ জনের সাথে ভিডিও কল করা সম্ভব হবে।এটি কম্পিউটার এর উইন্ডোজ ,লিনাক্স কিংবা ম্যাকের মতো অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। আবার মোবাইলেও কাজ করতে পারে। এর সাথে অন্যান্য ভিডিও সফটওয়্যার যেমন হ্যাংআউট কিংবা জিটসির সাথে কানেক্ট করে কাজ করা যায় । অন্যান্য পরিষেবাগুলির মতো এটি এন্ড টু এন্ড এনক্রিপশন না করে তথ্য সার্ভারে স্টোর হওয়ার সময় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে।
- Microsoft Teams – স্ল্যাকের অন্যতম বিকল্প হিসেবে এটি ব্যবহার করা হয়। এটি ভিডিও চ্যাট ,১০ জিবি পর্যন্ত ফাইল স্টোরেজ এবং আরো বিভিন্ন নন মাইক্রোসফট প্রোডাক্টগুলিকে একসাথে ব্যবহার করার সুবিধা প্রদান করে। পাওয়া যায় ভয়েস মেল এবং এস এম এস পাঠানোর সুযোগ। এছাড়া আছে স্ক্রিন শেয়ার ,ওয়ার্ড ,এক্সেল,পাওয়ারপয়েন্ট শেয়ার করার সুবিধা । কিন্তু অনলাইন মিটিং গুলির সময়সূচি নির্ধারণ করার জন্য প্রয়োজন পেইড ভার্সন। যেকোনো ভার্শনেই এটি কেবলমাত্র একসাথে চারটি ভিডিও স্ট্রিম প্রদর্শন করতে পারে। এটি এন্ড টু এন্ড এনক্রিপশন করে না। বরঞ্চ এটি কল করার সময় ট্রানজিট এবং বিশ্রাম মোডে এনক্রিপশন করে থাকে।