কেউ আপনাকে WhatsApp- এ ব্লক করে রেখেছে ? বুঝবেন কি করে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বর্তমানে প্রযুক্তি দুনিয়ায় হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ‘সিন-জোনড’ শব্দটি প্রায়শই শোনা যায়। যা আমাদের জীবনে জড়িয়ে গেছে এক প্রকার। অর্থ হল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বার্তা পাঠানোর প্রক্রিয়া। কিন্তু যদি অপর প্রান্তে কেউ যখন সিন করেও কোন উত্তর দেয়া হয় না। এর চেয়েও কষ্টদায়ক হল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কাউকে ব্লক করে রাখলে। কারন তখন বার্তাটি গেল কিনা তাও জানার সুযোগ থাকে না।

সম্প্রতি ভারতে প্রায় ৪০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়মিত হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করে থাকেন। আবার হোয়াটসঅ্যাপে খুব সহজে কাউকে ব্লকে রাখা যায়। ফলে সেই ব্যক্তির সঙ্গে আপনি চাইলেও আর কানেক্ট করতে পারবেন না। এই ব্লকের বিষয় হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীর গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হয় না। আপনি যদি কারকে ব্লক লিস্টে খাকুন সেই বিষয়টি সরাসরি জানারও সুযোগ নেই।

কিন্তু জেনে নিন, সহজ কিছু উপায় ——-

১. হোয়াটসঅ্যাপে কেউ যদি ব্লক করে তাহলে অপর প্রান্তের ব্যক্তির লাস্ট সিন পাশাপাশি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন না।

২. ব্লক করা ব্যক্তিকে আপনি চাইলেও কলিং করতে পারবেন না।

৩. তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি দেখতে ব্যর্থ হবেন।

৪. আপনাকে ব্লকে রাখা ব্যক্তিকে বার্তা পাঠালে ডার্ক গ্রে কালারের পাশে ঠিক দেখতে পাবেন।

কয়েকটি উপায়ে খুব সহজে আপনি বুঝতে সক্ষম হবেন , আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক লিস্টে রেখেছেন।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :সারা দেশে করোনা সংক্রমন কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আরও সচেতন হন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন