চাপের মুখে সিদ্ধান্ত বদল Whatsapp-র ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চাপের মুখে সিদ্ধান্ত বদল Whatsapp-র ! তাদের Privacy Policy আপডেট করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল WhatsApp কর্তৃপক্ষ। বিভিন্ন দিকের চাপের মুখে পিছু হটতে বাধ্য হল WhatsApp কর্তৃপক্ষ। অর্থাৎ তাদের নতুন গোপনীয়তার নয়া নীতি ও শর্তাবলী না মেনে নিলে, পূর্বে গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার চিন্তা ছিল, তা আপাতত স্থগিত হল। স্যোশাল মিডিয়াতে সবার মুখে মুখে একটা কথা ঘুরছিল। সকল ইউজারদের সব তথ্য Facebook-এ শেয়ার করে দেবে WhatsApp।

উলেখ্য WhatsApp-নতুন এই Privacy Policy নিয়ে মানুষের মধ্যে এই ভ্রম ধারণ তৈরি হয়েছিল। মঙ্গলবার ভুল ধারণার সংশোধন করে WhatsApp কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য একটা ট্যুইট বার্তা দিল। তার সঙ্গে জানিয়ে দিল WhatsApp কর্তৃপক্ষ ঠিক কী ভাবে গ্রাহকদের তথ্য সংগ্রহ করবে। অর্থাৎ আগামি ৮ ই ফেব্রুয়ারির পর কোনও গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হবে না। নতুন Privacy Policy নিয়ে মানুষের ধারণ তৈরি হয়েছে তা সম্পূর্ণ ভুল। 

আরো পড়ুন :- আগামী বছর আসছে JIO 5G ! ঘোষণা মুকেশ আম্বানির

কতৃপক্ষ জানিয়েছে সকলের থেকে রিভিউ নিয়ে তবেই ১৫ ই মে থেকে নতুন Privacy Policy চালু করা হবে। ফেসবুকে শেয়ার করা হয় না। শুধু ফেসবুকের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে আরও উন্নত পরিষেবার  জন্য। CAIT সুপ্রিম কোর্টে WhatsApp-র নতুন Privacy Policy-র বিরুদ্ধে সোচ্চার হয়। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ WhatsApp-এর নয়া Privacy Policy লাগু করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

Highlights

1. চাপের মুখে সিদ্ধান্ত বদল Whatsapp-র ! 

2. নতুন Privacy Policy নিয়ে মানুষের ধারণ তৈরি হয়েছে তা সম্পূর্ণ ভুল

#Whatsapp #Tech

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন