B Bangla News Dunia, শারদীয়া রায় :- টেকের জগতে কিছুদিনের মধ্যে আসছে গুগলের স্মার্ট ডেবিট কার্ড। এরই মধ্যে পরীক্ষা নিরিক্ষাও শুরু হয়ে গেছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই অনলাইন এবং অফলাইন স্টোরগুলির সাথে সহজেই লেনদেন করতে পারবে। এই ব্যবস্থায় ফিজিক্যাল ডেবিট কার্ডের সাথে গুগল ব্যাংকগুলো হাত মেলাবে। ফিজিক্যাল ডেবিট কার্ড হিসেবে কাজ করা ছাড়াও এটি ট্যাপ টু পে ডিজিটাল কার্ডের মতো কাজ করবে। এই কার্ডের সাহায্যে ভিসা কার্ড ও মাস্টার কার্ডের মতো সহজেই অর্থ লেনদেন করা যাবে।
আরো পড়ুন :- বাজারে এলো আইফোন এসই ২
এই মুহূর্তে গুগল কেবল অ্যাপ পেমেন্টের সুবিধা দিচ্ছিলো। এখন এই কার্ড বিকল্প উপায়ে অর্থ লেনদেনের সুবিধা দেবে। টেক ক্র্যাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে গুগল তাদের ইউপিএআই পেমেন্ট সিস্টেম গুগল পে কে আরো শক্তিশালী করার জন্য এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি অনলাইন রিটেলারদের জন্য ভার্চুয়াল কার্ড নম্বর ও দেবে। গুগল পে এর সাহায্যে লক করা যাবে কার্ডটিকে, যার ফলে কার্ডটি হারিয়ে গেলেও গুগল পে এর একাউন্ট থাকবে সুরক্ষিত।
আরো পড়ুন :- কর্মক্ষেত্রে জুমের বিকল্প অ্যাপ্লিকেশন