দাঁত দেখিয়ে ফোন আনলক ! নয়া প্রযুক্তি আনলেন বিজ্ঞানীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : স্মার্ট ফোনে ফিঙ্গার প্রিন্ট আনলক বেশ জনপ্রিয়। ফেস আনলকের জনপ্রিয়তা অন্য সব অথেন্টিকেশন পদ্ধতিকে ছাপিয়ে গিয়েছে। এবার দাঁত দেখিয়ে ফোন আনলক করার প্রযুক্তি তৈরি করলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি বিশেষ ম্যাপ তৈরি করা হয়েছে। মোবাইলের ক্যামেরা ব্যবহার করে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে সেই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মানুষের দাঁত ব্যবহার করে ফোন আনলক করার সুবিধা থাকছে।

দাঁত ব্যবহার করে ফোন আনলক করার গবেষণার নাম রাখা হয়েছে Deepteeth। এই গবেষণাপত্র প্রকাশ করেছেন বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স , পিলানির গীতিকা অরোরা, রোহিত কে ভরদ্বাজ, এবং কমলাশ তিওয়ারি। বলা হয়েছে, ‘মানুষের দাঁতের ছবি তুলে সেই ছবির মাধ্যমে মোবাইল ও অন্যান্য হ্যান্ডহেল্ড ডিভাইস অথেন্টিকশনের কাজে ব্যবহার করা যাবে।’

এই অ্যাপের কার্যকারিতা বোঝানোর সময় বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্কার ব্যবহার করে রিজিয়ন অফ ইন্টারেস্ট পৃথক করা হয়। সেখান থেকে কনট্রাস্ট লিমিটেড অ্যাডিপটিভ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ব্যবহার করে তা এনহান্স করা হয়। এর ফলে ছবির ক্ল্যারিটি আরও ভালো হয়।

বিজ্ঞানীদের তরফ থেকে আরও দাবি করা হয়েছে, ‘এই পদ্ধতি ব্যবহার করে আরও নিখুঁতভাবে ফোন আনলক করা যাবে। কী ভাবে দাঁতের ছবির মাধ্যমে ফোনের অথেন্টিকেশন কাজ করবে, তা একটি ডায়াগ্রামের মাধ্যমে গবেষণাপত্রে বোঝানো হয়েছে। প্রথমে এই অ্যাপ মোবাইল ফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে আপনার দাঁতের ছবি তুলবে। তারপরে এই অ্যাপ ডিপ ফিচার এক্সট্রাকশন করে এনরোল/ভেরিফাই ও আইডেন্টিফাই করবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন