Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেখে নিন নবগঠিত VI-এর সমস্ত রিচার্জ প্ল্যান ! গত সেপ্টেম্বর মাসের ২ তারিখ Vodafone এবং Idea এক সাথে সংযুক্ত হয়ে তাদের নতুন সংস্থার নাম ঘোষণা করে VI। তার পর থেকেই তারা নিয়ে এসেছে একে পর এক আকর্ষণীয় দুর্দান্ত রিচার্জ প্ল্যান।
এক নজরে রিচার্জ প্ল্যান গুলি —-
১. ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পান প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস ২৮ দিনের জন্য।
২. ২৯৯ টাকা রিচার্জ প্ল্যানে প্রতিদিন ৪ জিবি করে ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস ২৮ দিনের জন্য। এটি সীমিত সময়ের।
আরো পড়ুন :- লকডাউনের পর ফের চালু হচ্ছে আধার পরিষেবা !
৩. ৩৯৯ টাকা রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস ৫৬ দিনের জন্য।
৪. ৫৯৯ টাকা রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস ৮৪ দিনের জন্য।
৫. এছাড়াও ৬৯৯ টাকা রিচার্জ প্ল্যানে সীমিত সময়ের জন্য প্রতিদিন ৪ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে এই রিচার্জ প্ল্যানে। সাথে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর বৈধতা ৮৪ দিনের জন্য।
৬. ৫৯৫ টাকা রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা। পাশাপাশি রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। এক বছরের জন্য ZEE5 সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৭. ১৪৯ টাকা রিচার্জ করলে আনলিমিটেড কলের সাথে মোট ২ জিবি ডেটা এবং সাথে মোট ১০০ টি এসএমএস ২৮ দিনের জন্য।
৮. শুধু মাত্র ৪৮ টাকা রিচার্জ করলে ৩ জিবি ডেটা ২৮ দিনের জন্য।
আরো পড়ুন :- LIC-র নিয়ে এলো নয়া পলিসি ! যাতে টাকা রেখেই লাভবান হবেন
৯. ২৫১ টাকা রিচার্জ করলে ৫০ জিবি ডেটা ২৮ দিনের জন্য।
১০. এছাড়াও আগের নিয়মে ৪৯ টাকা রিচার্জ করলে ৩৮ টাকা টকটাইম। সাথে ১০০ এমবি ডেটা। কল রেট প্রতি সেকেন্ড ২.৫ পয়সা। বৈধতা ২৮ দিনের জন্য।
Highlights
1. দেখে নিন নবগঠিত VI-এর সমস্ত রিচার্জ প্ল্যান !
#VI #Vodafone #Idea #Recharge