Bangla News Dunia, সারদা দে :- মেটার মালিকাধীনে আসার পর থেকে ফেসবুকে বেশ কিছু পরিবর্তন এসেছে। এইবার মেসেঞ্জারে যুক্ত হলো বিল ভাগ করে নেওয়ার সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে বিল বা পেমেন্ট ভাগ করে নিতে পারবেন। তবে এখনো এটি পরীক্ষামূলক স্তরে রয়েছে। মেসেঞ্জারের গ্রুপ চ্যাটে ‘গেট স্টার্টেড’ অপশনে গেলে পেমেন্ট করা যাবে।
এতে অর্থের পরিমান বসিয়ে দিলেই ব্যবহারকারীরা এর মাধ্যমে অর্থের লেনদেন করতে পারবেন। টাকা ধার করার পাশাপাশি কারোর কাছে যদি অর্থ পাওনা থাকে তার হিসাবও রাখতে পারবেন ব্যবহারকারীরা। মূলত ফেসবুক পে-র মাধ্যমে এই আর্থিক লেনদেন হবে । টাকা পরিশোধের পরে গ্রূপের বাকি মেম্বাররাও এই আর্থিক লেনদেনের ব্যাপারে জানতে পারবেন।
আরো পড়ুন :- চীনকে সরিয়ে ভারত মালয়েশিয়ার যুদ্ধাস্ত্রের বাজার একচেটিয়া দখল করতে প্রস্তুত
উল্লেখ্য , মেটার ক্রিপ্টোকারেন্সির প্রধান ও মেসেঞ্জারের সাবেক প্রধান ডেভিড মারকাস পদত্যাগের কয়েকদিন পরেই এই নতুন ফিচারের কথা ঘোষণা করলো ফেইসবুক। প্রসঙ্গত, এ মাসের শুরুতে ফেসবুকে যোগ হয়েছে সাউন্ড ইমোজি। জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সাউন্ডট্র্যাক ও টেইলর সুইফটের ‘রেড’ অ্যালবাম থেকে অনুপ্রাণিত হয়ে এই ইমোজি ফিচারটি যোগ করেছে ফেইসবুক।