Bangla News Dunia, S. Datta Roy – এবার থেকে QR কোড স্ক্যান করেই যেকোনো কন্টাক্ট নম্বর সেভ করা যাবে। WhatsApp -এর সেটিংস মেনু খুললে সেখানে নাম ও প্রোফাইল ছবির পাশে নিজস্ব QR কোড থাকবে, সেখানে ক্লিক করলে ২ তো ট্যাব খুলবে — ১) My Code ও ২) Scan Code . এই My Code থেকে যে কেউ নিজস্ব QR কোড বানাতে পারবে। এখন যে ব্যক্তির QR কোড স্ক্যান করা হবে তার My Code ট্যাব খুলে রাখতে হবে। এবার Scan Code ট্যাব খুললেই সেটা WhatsApp Web Application -এর মতো করে QR কোড স্ক্যান করার অপশন দেবে।
এছাড়া — ৮ জন বা তার কম মানুষের জন্য গ্রুপের হোম স্ক্রিনে ভিডিও কল আইকন থাকবে , ফলে 1 Touch Call করা যাবে। নতুন বৈশিষ্ট্যে – এই ৮ জনের মধ্যে কোনো ১ জনকে ইচ্ছেমতো ফুল স্ক্রিন করা যাবে। আর তাছাড়া এনিমেটেড স্টিকার এবং ডেস্কটপ ও ল্যাপটপে ডার্ক মোড দেখার সুবিধা আসছে।
Highlights
১. আরও ৪ টি নতুন বৈশিষ্ট আনলো WhatsApp .
২. QR কোড স্ক্যান করেই কন্টাক্ট নম্বর সেভ করা যাবে।
# WhatsApp # New Feature