Bangla News Dunia : S. Datta Roy – করোনা সংক্রমণের জন্য টানা আড়াই মাস দেশব্যাপী লকডাউন চলার সময়ে বহু কোম্পানি তার কর্মীদের দিয়ে ওয়ার্ক ফ্রম হোম করিয়েছে। ফলে এই মুহূর্তে নাগরিকরা সবাই নিউ নর্মালে অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে এখন অফিস কাছারি খুললেও সতর্কতা নিয়েই সবাইকে কাজ করতে হচ্ছে। তাই সুরক্ষা বিধি মেনেই রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা হোয়াটস আপে গ্রুপ করে দরকারি আলোচনা সারছেন। কেউ জুম এপের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন।
কখনো আবার কাউকে কিছু বলার দরকার হলে ভয়েস ম্যাসেজ দেওয়া হচ্ছে। এপ ডাউনলোড করে সেখানে ভিডিও কনফারেন্স করা হচ্ছে। সকলেই নিউ নর্মালে কাজ সারতে অভ্যস্ত হয়ে যাচ্ছে ,৩ দিন করে সপ্তাহে অফিস যাওয়া আর বাকিদিন গুলোতে এভাবেই সকলের সাথে কথা বলে কাজ হচ্ছে। শ্রমমন্ত্রী সপ্তাহে ৩ দিন করে অফিসেও যাচ্ছেন আবার হোয়াটস আপে গ্রুপ করে কাজও করছেন। আনলক ১ পর্বে অফিস কাছারি খুলে যাওয়ায় পরিবহন স্বাভাবিক রাখতে পরিবহন মন্ত্রীর কাজের চাপও যথেষ্ট বেড়েছে। দপ্তরের অফিসারদের জুম এপে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন।
সেচ দপ্তরের কাজও জুম এপ দিয়েই সামলানো হচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রীও লক ডাউনের মধ্যে নিয়মিত রেশন ব্যবস্থা সামলেছেন। এখন জুম এপ ব্যবহার করে জেলার আধিকারিকদের ও রেশন দোকানের মালিকদের সাথে কথা বলছেন।
Highlights
১. নাগরিকরা সবাই নিউ নর্মালে অভ্যস্ত হয়ে পড়েছে।
২. এপ ডাউনলোড করে সেখানে ভিডিও কনফারেন্স করা হচ্ছে।
৩. হোয়াটস আপে গ্রুপ করে কাজও করছেন।
# হোয়াটস এপ # জুম এপ