Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নিরাপত্তা দিতে ব্যর্থ WhatsApp ! চাপের মুখে নতি স্বীকার করার পর বিশ্বাস কিছুতেই যেন ফিরে পাচ্ছে না হোয়াটসঅ্যাপ। ইউজারদের জন্য শোনা যাচ্ছে খারাপ একটি খবর , গুগল সার্চে এবার আপনার ফোন নম্বরটি খুঁজে পাওয়া যেতে পারেন। তাই নিয়েই বেঁধেছে বিতর্ক। নতুন করে প্রাইভেসির কিছু শর্ত না মেনে নিলে ৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সম্প্রতি জানিয়েছিল মার্ক জুকারবার্গের সংস্থা।
এই হিসাবে সেই পলিসির শর্ত না মানলে ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়ে যেতে পারে। তার ক্ষোভের ফলে রাতারাতি পড়তে থাকে হোয়াটসঅ্যাপর জনপ্রিয়তা। ফলে সেই সুযোগে বাজারে জায়গা করে নিতে শুরু করে টেলিগ্রাম ও সিগন্যাল। ড্যামেজ কন্ট্রোল করতে জানানো হয়, ব্যবহারকারীদের সকল তথ্য গোপনই থাকবে। কিন্তু তাতেও সকল ইউজারদের ভরসা পেতে ব্যর্থ হয় তারা। কিন্তু চাপের মুখে আপাতত কোনও পলিসি আপডেট হচ্ছে না। তাই পুরোপুরি ব্যবহার করা যাবে সেই হোয়াটসঅ্যাপ। কিন্তু মেটেনি প্রবল সমস্যা। জানা গেলো খারাপ খবর , যে হোয়াটসঅ্যাপ ওয়েবে ফাঁস হয়ে যাচ্ছে ইউজারদের মোবাইল নম্বর।
আরো পড়ুন :- আগামী বছর আসছে JIO 5G ! ঘোষণা মুকেশ আম্বানির
কিন্তু এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্র অনুযায়ী, এর মধ্যেই Web URL থেকে হোয়াটসঅ্যাপের নম্বর গুগল সার্চে পৌঁছে গিয়েছে। আপনার মোবাইল নম্বরটি খুঁজে পাচ্ছেন অনায়াসে। সবমিলিয়ে এখনও হোয়াটসঅ্যাপ ইউজারদের তথ্য সুরক্ষা নিয়ে ইউজারদের মধ্যেই নানা প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে এবার নতুন করে সমস্যা বাড়ছে।
Highlights
1. নিরাপত্তা দিতে ব্যর্থ WhatsApp !
2. ফলে এবার নতুন করে সমস্যা বাড়ছে
#WhatsApp #Tech