নেটওয়ার্কের জাল কেটে হ্যাকারদের হানা ক্লাউড একাউন্টে

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia :S. Datta Roy –   করোনার  সংক্রমণ ঠেকাতে গত ২ মাস ডগরে সারা দেশ জুড়ে দফায় দফায় লকডাউন চলছে। ফলে অফিস কাছারি সব বন্ধ হয়ে পরে আছে। তাই বহু সংস্থায় বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম করাচ্ছে তাদের কর্মচারীদের। আর এই সুযোগটাকেই  কাজে লাগাচ্ছে হ্যাকাররা। বাড়ির কম্পিউটার বা ল্যাপটপের দুর্বল সাইবার সুরক্ষার নেটওয়ার্কের জাল কেটে হানা দিচ্ছে হ্যাকাররা। সেই সঙ্গে জুম ও ওয়েবএস্ক -এর মতো বিভিন্ন এপেও হ্যাকাররা হানা দিচ্ছে।

 

সাইবার ক্রাইম

 

সাইবার সিকিউরিটি সংস্থা ম্যাকাফির মতে -জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ক্লাউড পরিষেবা টুলগুলিতে সাইবার হানা ৬৩০% বেড়েছে। ক্লাউড এডোপশন এন্ড রিস্ক রিপোর্ট -এর তথ্যানুসারে জানা যায় -ক্লাউড পরিষেবা গুলোর ওপর সাইবার হানা বাড়ার পাশাপাশি সেটা দীর্ঘমেয়াদিও হতে পারে। যেসব ডিভাইসগুলি নিরাপত্তা নেটওয়ার্কের বাইরে থাকবে আর সেখান থেকে ক্লাউড পরিষেবা যতই বাড়বে ততই ক্লাউডে থাকা কোনো সংস্থার তথ্য হ্যাকাররা পেয়ে যাবে। আর বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোম বাড়বেই। বিভিন্ন শিল্প সংস্থা মিলিয়ে ক্লাউড পরিষেবার ব্যবহার ৫০% বেড়ে গেছে আর ক্লাউড সহযোগী টুলের ব্যবহার বেড়েছে ৬০০% .

ম্যাকাফি জানায় -সাইবার হ্যাকাররা বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোসফট ৩৬৫ -এর মতো সহযোগী পরিষেবা গুলোকে বেছে নিচ্ছে এবং একাউন্টে ঢুকে সব তথ্য জেনে নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত ডিভাইসের মাধ্যমে ক্লাউড ব্যবহার অনেক বেড়ে গেছে। এছাড়াও ভারতে রিমোট ওয়ার্কিং টুলের ব্যবহার বেড়েছে। ফলে বিপদও বেড়েছে।

Highlights

১.  বাড়ির কম্পিউটার বা ল্যাপটপের দুর্বল সাইবার সুরক্ষার নেটওয়ার্কের জাল কেটে হানা দিচ্ছে হ্যাকাররা।

২.  যেসব ডিভাইসগুলি নিরাপত্তা নেটওয়ার্কের বাইরে থাকবে আর সেখান থেকে ক্লাউড পরিষেবা যতই বাড়বে ততই ক্লাউডে থাকা কোনো সংস্থার তথ্য হ্যাকাররা পেয়ে যাবে।

৩.  বিভিন্ন শিল্প সংস্থা মিলিয়ে ক্লাউড পরিষেবার ব্যবহার ৫০% বেড়ে গেছে। 

#   সাইবার ক্রাইম     #  হ্যাকার    #  ক্লাউড একাউন্ট 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন