Bangla News Dunia, S. Datta Roy :- শুধু সীমান্তেই নয় নানাভাবে নানাদিক থেকে ভারতকে টার্গেট করেছে চীন। এবার লক্ষ্য বাংলার বিদ্যুৎ দপ্তর। ভারতের ভেতরের অবস্থাকে অচল করতে বিদ্যুৎ ব্যবস্থার ওপর আঘাত করতে পারে তারা। হ্যাক করতে পারে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার নেটওয়ার্ক। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যকে সতর্কবার্তা দিয়েছে। ফলে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর -স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে জানানো হয়েছে যে [email protected] নামে একটি ই -মেল্ এডড্রেসের দিকে বিশেষভাবে নজর রাখতে। এই এড্ড্রেসের কোনো মেল্ কম্পিউটারে খুললে সেটার অধিকার পেয়ে যাবে যে মেইল তা পাঠিয়েছে। মেইল তা ওপেন করলে সেখানে করোনা ভাইরাস সম্পর্কিত নানা তথ্য ও প্রশ্ন স্ক্রিনে দেখা যাবে এবং কিছু লিংক দেওয়া থাকবে মেইলটিতে। সেই লিঙ্ক টা ক্লিক করলে কম্পিউটার হ্যাকারের হাতে চলে যাবে।
আর তারপরে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন সব কিছুই শত্রুদেশ কন্ট্রোল করতে পারবে। তবে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন -রাজ্যে হ্যাকিং আটকানোর পরিকাঠামো আগে থেকেই আছে। কেন্দ্রের তরফ থেকে এই তথ্য পাওয়ার পর রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় আরও বেশি সতর্কতা নেওয়া হয়েছে।
Highlights
১. এবার চীনা হ্যাকারদের টার্গেট বাংলার বিদ্যুৎ দপ্তর।
২. বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন -রাজ্যে হ্যাকিং আটকানোর পরিকাঠামো
# বিদ্যুৎভবন # পশ্চিমবঙ্গ # চীনা হ্যাকার