ফোনের ক্যামেরা দিয়ে ব্যবহার কারিদের উপর নজর রাখছে ফেসবুক , দায়ের হল মামলা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- ফেসবুকের ( Facebook ) উপর আগেও ব্যবহার কারিদের ব্যাক্তিগত তথ্য অবৈধ ভাবে ব্যবহারের অভিযোগ উঠেছিল। আবার একবার ফের ব্যবহার কারীর মোবাইল ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীর উপর নজরদারী করার অভিযোগ উঠলো ফেসবুকের উপর। ফেসবুকের নিজস্ব প্লাটফ্রম ইন্সট্রাগ্রামের ( Instragram ) মাধ্যমে ব্যবহারকারীর উপর নজর রাখছিলো ফেসবুক।

গত জুলাই মাসে ফেসবুকের ফটো শেয়ারিং প্লাটফ্রম ইন্সট্রাগ্রামের মাধ্যমে ফেসবুক ব্যাবহারকারীদের অজান্তেই তাঁদের আইফোন ব্যবহার করছিলো বলে অভিযোগ দায়ের করা হয়। তবে ফেসবুক এই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে ইন্সট্রাগ্রামের মধ্যে একটি বাগের কারণেই আইফোন ব্যবহার কারীদের কাছে একটি নোটিফিকেশন যাচ্ছিলো।

আরো পড়ুন :- সাইলেন্ট মোডে থাকা মোবাইল ফোন হারালে তা সহজে খোঁজার উপায় !

ইন্সট্রাগ্রাম কোনো প্রকার ক্যামেরা ব্যবহার করছে না। ফেসবুকের তরফ থেকে বলা হয় তারা এই বাগটি ঠিক করার চেষ্টা করছে। তার পরেও সম্প্রতি কিছু ইন্সট্রাগ্রাম ব্যবহারকারী একই অভিযোগ করেছে ইনস্টাগ্রামের উপরে।

তাদের বক্তব্য থেকে জানা যায় , তারা যখন ইন্সট্রাগ্রাম ব্যবহার করছেন তখন হঠাৎ ফোনের ক্যামেরা অন হয়ে যাচ্ছে ও তাদের ছবি তুলে নিচ্ছে। আর তখন কোনো রকম ভাবে ক্যামেরা কাজ করতে চাইছে না। ইন্সট্রাগ্রাম ফিড স্ক্রল করার সময় এই ঘটনাটি ঘটছে বলে জানান ব্যবহারকারীরা।

আরো পড়ুন :- ফোন থেকে ডিলিট হওয়া ছবি বা তথ্য কি ভাবে ফেরাবেন ! বিস্তারিত পড়ুন

এখন পর্যন্ত ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এর ফলে ফের একবার অসস্থির মধ্যে পড়েছে ফেসবুক।

Highlights:- 

১.  ব্যবহার কারিদের ব্যাক্তিগত তথ্য অবৈধ ভাবে ব্যবহারের অভিযোগ উঠলো ফেসবুকের উপর। 

২. ইন্সট্রাগ্রামের ( Instragram ) মাধ্যমে ব্যবহারকারীর উপর নজর রাখছিলো ফেসবুক।

৩. ফেসবুক এই অভিযোগ অস্বীকার করেছে। 

#banglanews #technews #banglanewsdunia #tech 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন