Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফোন থেকে ডিলিট হওয়া ছবি বা তথ্য কি ভাবে ফেরাবেন ! আমরা আমাদের স্মার্ট ফোন বা কম্পিউটার থেকে নানা ফাইল ডিলিট করে থাকি। কখনো অজান্তে এমন কিছু খুবই গুরুতূপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায়। আমরা চেষ্টা করি ব্যাকআপ নিয়ে কিন্তু পারি না। তবে বাজারে পাওয়া বেশিরভাগ ফাইল ব্যাকআপ সফটওয়্যার কেবল প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো কাজ করেনা। কিন্তু জানেন কি আজ এমন কিছু সফটওয়্যার ও অ্যাপের কথা বলবো যার দ্বারা সহজে ছবি, অডিও, ভিডিও ফাইল ডিলিট হয়ে গেলে ফেরত পাবেন।
দেখুন এক নজরে—
১. Recurra File Recovery অ্যাপ যা কিনা কেবলমাত্র Windows পাওয়া যায় খুবই গুরুতূপূর্ণ। এর দ্বারা আপনার মেমোরি কার্ড অ্যান্ড্রয়েড ডিভাইস আই ও এইওস ইত্যাদি যেকোনো ডিভাইস থেকে মুছে তথ্য সহজে আপনি পেয়ে যাবেন সেই একই ফরম্যাটে।
২. Dr.Fone হলো বর্তমানে খুবই জনপ্রিয় ও উপকারী অ্যাপ। এই অ্যাপ-র কাজ হলো প্রায় সকল প্রকার তথ্য সংরক্ষণ করা। এই সফটওয়্যার windows এও উপলব্ধ। তবে কিছু ফ্রি ভার্সনে কিছু সংখ্যা তথ্য সংরক্ষণ করতে পারবেন।
৩. Dikdigger অ্যাপটির কম্পিউটার এর তথ্য পুনরুদ্ধার করতে পারে। গুগল প্লে স্টোরে পাওয়া যায়। অ্যাপটি আপনার ফোনের মেমোরি স্টোরেজ স্ক্যান করে নেবে লিস্ট বানিয়ে দেবে যা আপনার তথ্য সংরক্ষণে সাহায্য করবে। আপনি প্রিমিয়াম ভার্সন এ সকল তথ্য রাখতে পারবেন তবে ফ্রি ভার্সনে কেবলমাত্র ছবি ও ভিডিও রাখা যাবে।
৪. Mini Tool Android Recovery যেখানে বিনামূল্যে আপনি যে তথ্য পুনরুদ্ধার করতে চান তা পারবেন তবে এই অ্যাপটি সবার জন্য সবচেয়ে উপযুক্ত। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় ও সবকিছুই পুনরুদ্ধার করতে পারে।
আপনার কল লগ, এস এম এস, মিডিয়া ফাইল, ডকুমেন্টস, হোয়াটসঅ্যাপ মেসেজ সবই এই অ্যাপের জন্য কার্যকরী।
Highlights
1. ফোন থেকে ডিলিট হওয়া ছবি বা তথ্য কি ভাবে ফেরাবেন !
2. সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় ও সবকিছুই পুনরুদ্ধার করতে পারে
#Tech #File #Data #Image #Video