Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বড়ো আকারের ফাইল হোয়াটসঅ্যাপে কী ভাবে পাঠাবেন ? সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের গুরুত্ব নিয়ে নতুন কিছুই বলার নেই। জনপ্রিয় এই মেসেজিং অ্য়াপে যেমন টেক্সট বিনিময় করা যায়, তেমনই ভাগ করে নেওয়া যায় ভিডিও। অন্য দিকে পিডিএফ এবং এক্সেল শিট ডকুমেন্টগুলিও সহজে লেনদেন করা যায়। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ১০০ এমবি পর্যন্ত ফাইল পাঠানোর অনুমতি দিয়ে থাকে। অন্য দিকে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই সীমা ১৬ এমবি। তবে কোনো ব্যবহারকারী যদি এর থেকেও বড়ো আকারের ফাইল পাঠাতে চান, সে পথও খোলা রয়েছে।
হোয়াটসঅ্যাপে বড়ো ফাইলগুলি পাঠানোর কৌশলটি হল, গুগল ড্রাইভে এই ফাইলগুলি আপলোড করা এবং তার পরে হোয়াটসঅ্যাপে প্রাপকের সঙ্গে সেই লিঙ্কটি ভাগ করে নেওয়া।
দেখুন নিম্নলিখিত পদ্ধতি —
১. প্রথমে গুগল ড্রাইভ খুলুন।
২. স্ক্রিনের ডানদিকের কোণে প্লাস বোতামটি টিপুন।
৩. এর পর আপলোড ফাইল অপশনে যান।
৪. ওপেন করে ফাইলটি আপলোড হলেই গুগল ড্রাইভ উপরের দিকে ফাইলটি দেখতে পাবেন।
৫. ফাইলটির ডানদিকে তিনটি ডট-এ টিপুন।
৬. এখানে কপি লিঙ্ক-এর অপশন আসবে। সেটি কপি করে নিন।
৭. হোয়াটসঅ্যাপে যান। যাঁকে পাঠাতে চান, তাঁর কন্ট্যাক্টে আসুন।
৮. সেখানে চেপে ধরে লিঙ্কটি পেস্ট করুন।
৯. মেসেজ বক্সে গুগল ড্রাইভের ফাইল লিঙ্কটি চলে আসবে। সেন্ড করে দিন।
প্রসঙ্গত, একের পর এক আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। এ বার অ্যানড্রয়েড ফোনের জন্য নতুন ফিচার আপডেট আনল সংস্থা। এর আগে ডার্ক মুড ফিচারটির কথা ঘোষণা করেছিল সংস্থাটি। সেই ফিচার এখন প্রায় প্রস্তুত।
Highlights
1. বড়ো আকারের ফাইল হোয়াটসঅ্যাপে কী ভাবে পাঠাবেন ?
2. একের পর এক আপডেট আনছে হোয়াটসঅ্যাপ
#হোয়াটসঅ্যাপ #Tech