বিনামূল্যের পরিষেবার দিন শেষ ! এবার থেকে টাকার বিনিময়ে মিলবে গুগল মিট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিনামূল্যের পরিষেবার দিন শেষ ! বলা যেতে পারে ফ্রি তে সুখে দিন শেষ হতে চলেছে। জানেন তো একটা সময় লকডাউনের দিনে অনলাইন পরিষেবাই শেষ উপায় ছিল এই গুগল মিট । তাই মানুষকে সুবিধা দেওয়ার জন্য গুগল তাদের একটি বিশেষ পরিষেবা চালু করেছিল একে বারে বিনাপয়সায়। সেখানে সবাই বিভিন্ন ব্যাবসায়িক থেকে অফিসিয়াল কাজ তাছাড়া সবচেয়ে বড়ো ছাত্র ছাত্রীরা অনলাইনে ঘন্টার পর ঘন্টা ক্লাস করত। চলছে আরো নানা পরিষেবা।

উলেখ্য এবার এই অফুরন্ত ভাবে গুগল মিট ব্যবহার করার দিন একে বারে শেষ। আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে, এবার গুগল মিট ব্যবহার করার জন্য দিতে হবে নিদৃষ্ট পরিমান টাকা। তবে এবার থেকে সর্বোচ্চ ৬০ মিনিট বা এক ঘন্টা ব্যবহার করার পরের থেকেই দিতেই হবে টাকা। এবার এই কথা গুগলের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এবার থেকে গুগল পরিকল্পনা মাফিক অগ্রসর হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যায়। তবে এই বিনামূল্যে পরিষেবা বন্ধ হওয়া নিয়ে কোনো কিছু বলার নেই।

আরো পড়ুন :- ফোনের ক্যামেরা দিয়ে ব্যবহার কারিদের উপর নজর রাখছে ফেসবুক , দায়ের হল মামলা

গুগল মিট ব্যবহার করা ছিল সব থেকে সুবিধাজনক পরিষেবা , তবে এই বিশ্বব্যাপী মহামারীর প্রভাব দেখে ও নানা কথা মাথায় রেখেই গুগল তাদের পরিষেবার শেষ দিন ঘোষনা করতে সময় নিয়েছিল। কিন্তু এবার থেকে নির্বিঘ্নে স্কুল কলেজের ক্লাস করাচ্ছিল শিক্ষকেরা। কিন্তু এবার থেকে ৬০ মিনিটের বেশী বিনামূল্যে ক্লাস করা যাবে না গুগল মিটে।

Highlights

1. বিনামূল্যের পরিষেবার দিন শেষ !

2. ৬০ মিনিটের বেশী বিনামূল্যে ক্লাস করা যাবে না গুগল মিটে

#গুগল মিট #Tech

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন