বিনামূল্যে পান ৫ জিবি ইন্টারনেট

By Bangla News Dunia Desk Biswajit

Published on:

Bangla News Dunia, সারদা দে :- বিনামূল্যে ৫ জিবি  ইন্টারনেটের অফার নিয়ে এলো এয়ারটেল। ‘New 4G SIM or 4G Upgrade Free Data Coupons’ নামে এই অফারটি এয়ারটেল ‘thanks app’ থেকেই পেয়ে যাবেন গ্রাহকরা। এর জন্য প্রথমে ‘Google Play Store’ -এ গিয়ে এয়ারটেল ‘thanks app’ টি ডাউনলোড করতে হবে।  তবে এটি  কেবলমাত্র  প্রিপ্রেড 4g গ্রাহকদের  জন্যই প্রযোজ্য ।

thanks app

এয়ারটেল ‘thanks app’ ডাউনলোড করার সাথে সাথেই গ্রাহকরা ৫ টি কুপন পাবেন। প্রত্যেক কুপনের মাধ্যমে ১জিবি করে ডাটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া যেসব গ্রাহক নতুন এয়ারটেল সিম নিচ্ছেন কিংবা আগের নম্বরটিকে 4gতে আপগ্রেড করছেন তারাও পাবেন এই সুবিধা। এয়ারটেল ‘thanks app’ -এ গিয়ে নিজের এয়ারটেল নম্বরটি  রেজিস্টার করালেই পেয়ে যাবেন ৫জিবি ডাটার  সুবিধা।

আরো পড়ুন :- ফোনে দ্রুত চার্জ শেষ হচ্ছে ? কি করবেন

তবে যারা নতুন গ্রাহক তাদের সিম অ্যাক্টিভ হওয়ার ৩০ দিনের মধ্যে এয়ারটেল ‘thanks app’-এ রেজিস্টার করতে হবে। অ্যাপ্লিকেশনটিতে সঠিকভাবে রেজিস্টার করলে ৭২ ঘন্টার মধ্যে ১ জিবির ৫ টা  কুপন চলে যাবে বলে দাবি করছেন এয়ারটেলের কর্মকর্তারা। এর পরে গ্রাহকরা একটা SMS পাবেন। তার পরে ‘thanks app’ -এর ‘My Coupons’ সেকশনে ৫টি কুপন এসেছে কিনা যাচাই করে নিতে পারবেন তারা।

lady comfy

প্রত্যেকটি কুপনের মেয়াদ ৯০ দিনের। একটি কুপন যেদিন থেকে চালু হবে তার ৯০ দিন পরে আরেকটি কুপন চালু হবে বলে এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে। তবে ‘Terms & Conditions’ অনুযায়ী কোনো গ্রাহক কেবলমাত্র একটি ফোন নম্বর থেকেই এই ৫টি কুপনের সুবিধা ভোগ করতে পারবেন। আগের নিয়ম অনুযায়ী যেসব গ্রাহক নতুন করে ‘thanks app’-এ রেজিস্টার করতেন তারা বিনামূল্যে ২ জিবি ডাটা পেতেন। কিন্তু এই নতুন নিয়ম অনুযায়ী নতুন গ্রাহকরা ২ জিবির পরিবর্তে এই ১জিবির ৫টি কুপন পাবেন।

আরো পড়ুন :- আগে থেকেই সিডিউল করুন whatsapp মেসেজ

Highlights

১. এয়ারটেল নিয়ে আসলো বিনামূল্যে ৫জিবি ডাটার সুবিধা 

২. নতুন এবং পুরোনো সব ধরণের গ্রাহকই এই অফারের সুবিধা উপভোগ করতে পারবেন। 

৩. প্রত্যেকটি কুপনের সময়সীমা ৯০ দিন। 

#airtel | #thanks app | #5gb data

Bangla News Dunia Desk Biswajit

মন্তব্য করুন