মাল্টি ডিভাইসে ব্যবহার করা যাবে হোয়াটস্যাপ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :-  মাল্টি ডিভাইসে ব্যবহার করা যাবে হোয়াটস্যাপ। আগে কেবলমাত্র একটি হোয়াটস্যাপ একাউন্ট একটি মাত্র ডিভাইসে ব্যবহার করা যেত। এইবার থেকে একাধিক ডিভাইসে চালানো যাবে । যার অর্থ এটি ব্যবহারীদের একই সময়ে বিভিন্ন ডিভাইসে  হোয়াটস্যাপ একাউন্ট পরিচালনা করার সুযোগ দেবে। এর ফলে অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে ট্যাবলেটও হোয়াটস্যাপ করা যাবে।

আরো পড়ুন :- Contact Tracing অ্যাপ্লিকেশনে অ্যাপল-গুগলের যুগলবন্দী

তবে এই বৈশিষ্ট্যটি ক্রস প্লাটফর্মে কতটা  ভালো ভাবে কাজ করবে তা নিয়ে এখনো সন্দেহ আছে। তবে এটি খুব কম সময়ের মধ্যে মোবাইল এবং অন্য ডিভাইসের মধ্যে সুইচ করার সুযোগ  দেবে।  ফেইসবুক সংস্থা অনেকদিন ধরেই এর উপরে কাজ করছিলেন। এবার এই ফিচার অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের জন্য শীঘ্রই আসছে। যদিও স্টেবল ভার্সনে এই আপডেট কবে আসবে তা জানা যায়নি।  নতুন ডিভাইসে পুরানো অ্যাকাউন্ট যুক্ত হওয়ার সাথে সাথে ডেটা ট্রান্সফার হয়ে যাবে। কোনও কল বা মেসেজ এলে সেটি দুটি ডিভাইসে একসাথে উপলব্ধ হবে। গোপনীয়তার কথা মাথায় রেখে, ব্যবহারকারী  যখনই কোনও নতুন ডিভাইসে লগইন করবেন, পুরোনো ডিভাইসে নোটিফিকেশন পাবেন।

WhatsApp এর মাল্টি ডিভাইস ফিচার প্রথম দেখা গিয়েছিলো WABetainfo তে তারা এই ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। যেখানে লেখা ‘Log in on a new device’ । এছাড়াও ছোট অক্ষরে লেখা আছে মোবাইল ডেটা ব্যবহারের ফলে এটি ধীরে কাজ করতে পারে এবং ডেটা বেশি খরচ হতে পারে। ব্যবহারকারী  যখন নতুন ডিভাইসে পুরানো অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইবেন, এই মেসেজটি  দেখতে পাবেন।  এই কারণে এখন ওয়াই-ফাই  থেকে  WhatsApp ব্যবহারের জন্য বলা হচ্ছে। কারণ  পুরানো ডিভাইস থেকে চ্যাট হিস্ট্রি  নতুন ডিভাইসে দেখতে  যাওয়ার জন্য প্রয়োজন ভালো স্পিডযুক্ত ইন্টারনেট ।

আশা করা হচ্ছে হোয়াটস্যাপ খুব শীঘ্রই এই ফিচার স্টেবল ভার্সনের জন্য নিয়ে আসবে। এই নতুন বৈশিষ্ট্যের ফলে সোশ্যাল মিডিয়ায় হোয়াটস্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিঃসন্দেহে আগে থেকে বৃদ্ধি পাবে। বিশেষত যারা ঘন ঘন ফোন পরিবর্তন করে তাদের জন্য এই বৈশিষ্ট্য খুব   কাজে আসবে। ।

আরো পড়ুন :- মেসেজের মাধ্যমে টুইট পরিষেবা বন্ধ

Highlights

  • দুটি ডিভাইস সাথে ব্যবহার করা যাবে একটি একাউন্ট 
  • বিটা ভার্শনে উপলব্ধ 

 

  • একটি একাউন্টের নোটিফিকেশন আরেকটি একাউন্টে দেখতে পাওয়া যাবে। 
  • বারবার ফোন যারা পরিবর্তন করেন তাদের সুবিধা 

# হোয়াটস্যাপ । #টেক 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন