মাস্ক পরেও আপনাকে চিনবে ফোন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- এইবার মাস্ক পড়া অবস্থাতেও আপনাকে  আপনার ফোন চিনতে পারবে। এটি সম্ভব হবে ফেস আইডিতে কিছু পরিবর্তন এনে।

আরো পড়ুন :- টেকের জগতে গুগলের স্মার্ট ডেবিট কার্ড

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য মাস্ক কিংবা যেকোনো ফেস কভার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। যারা করোনা ভাইরাসে আক্রান্ত নন তাদেরকেও ব্যবহার করতে  এই মাস্ক। তবে বাজারচলতি মাস্ক ছাড়াও ঘরে তৈরী  কাপড় ও ব্যবহার করা যাবে। এছাড়া ওড়না কিংবা গামছা দিয়েও মুখ ঢাকা যাবে। ফেস কভার কিংবা মাস্ক ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে  সাহায্য করলেও ফোনের লক খুলতে অসুবিধার  সম্মুখীন হতে হচ্ছে।

আরো পড়ুন :-  নতুন করোনা ট্র্যাকিং সিস্টেম

প্রায় সব ফোনেই এখন ফেস আনলক করার সুবিধা আছে। বিশেষত  অ্যাপলের ফোন গুলিতে। যাতে আগে থেকে সেট করে রাখা ফেস আইডি দিয়ে ফোন আনলক করা যায়। কিছু ডিভাইসের উপর অ্যাপল এর টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রতিস্থাপিত একটি মুখের স্বীকৃতি সিস্টেম মুখ আইডি থাকে । এটা ব্যবহারকারীর মুখকে  স্ক্যান করতে  আইফোন এর সামনে-মুখী ক্যামেরা চারপাশে সেন্সর ব্যবহার করে।  কিন্তু বর্তমানে মাস্ক কিংবা ফেস কভার দিয়ে রাখলে ফেস আনলক করা যাচ্ছে না কারণ ফোন আগে থেকে বিনা মাস্কের ছবি সেট করা আছে। কিন্তু অ্যাপেলর মতো ফাস্ট অ্যাডভানস টেকনোলজি নেই অ্যান্ড্রয়ডের কাছে, কিন্তু স্যামসুং মোবাইলে এটা করা সম্ভব।

আরো পড়ুন :- স্যামসুং আনলো ইকো প্যাকেজিং সিস্টেম

কিউরিটি ফার্ম Tencent Security Xuanwu Lab জানিয়েছে যে অ্যাপলের ফেস আইডি iPhone-এ  অর্ধেক মুখ চিনে ট্রেস করতে পারে।  গ্রাহক মাস্ক পরে থাকলেও সেক্ষেত্রে ব্যবহারকারীকে চেনা যাবে। জেনে নেওয়া যাক কিভাবে মাস্ক পড়া সত্ত্বেও ফেস আইডির সাহায্যে ব্যবহারকারীকে চিনতে পারবে ফোন –

আইফোন ব্যবহারকারীদের জন্য :
  • প্রথমে সেটিংস এ গিয়ে ফেস আইডি এবং পাসকোডে যেতে হবে।
  • এইবার  Alternate Appearance– এ গিয়ে ফেস আইডি সেট করতে হবে।

    iPhone face id
  • এইবার মাস্ক ফোল্ড করে নাকের মাঝখানে রাখতে হবে।
  • এই অবস্থায় বিভিন্নভাবে মুখ ঘুরিয়ে আলাদা ভাবে সেটি রেজিস্টার করতে হবে।
  • iPhone-এর  ‘Face Obstruct’-এর মেসেজ দেখলে মাস্ক  সরিয়ে ফেলে পুরো মুখ রেজিস্টার করতে হবে।
  • পুরো প্রসেস হয়ে গেলে সেভ আইডির অপশন আসবে। সেভ করে দিতে হবে এইবার মাস্ক পরে ফোন আনলক করার চেষ্টা করলে ফোন আনলক হয়ে যাবে।

 

স্যামসুং  ব্যবহারকারীদের জন্য :
  • সেটিংস থেকে বায়োমেট্রিক এবং সিকিউরিটিতে যেতে হবে

    SAMSUNG FACE REORGANIZATION
  • সেখানে FACE REORGANIZATION এ যেতে হবে।
  • সেখানে নিজের মাস্ক পড়া এবং মাস্ক না পড়া ছবি register করতে হবে।

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন