Bangla News Dunia, S. Datta Roy :- করোনা ভাইরাস ঠেকাতে এখন সবাই সবসময়ের জন্যই মাস্ক পরেই বেরোয় ,কিন্তু এই মাস্ক পড়া অবস্থায় ফোন আসলেই যত সমস্যা। এছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলার কারণে মাস্ক পরে অনেক সময় ৬ ফুট দূরত্বে থাকার মানুষের কথাও ঠিক মতো বোঝা যায় না। তখন বাধ্য হয়ে মাস্ক খুলে কথা বলতে হয়।
আর মাস্ক খোলা মানেই কোভিদ সংক্রমণের আশঙ্কা। এইসব অসুবিধার কথা ভেবেই জাপানের স্টার্ট আপ সংস্থা ডোনাট রেবোটিস্ক বাজারে নিয়ে আসতে চলেছে তাদের স্মার্ট মাস্ক। এটা স্মার্ট ফোনের সঙ্গে ব্লু টুথের মাধ্যমে যোগাযোগ রাখবে। এর ফলে মাস্ক পড়া থাকা অবস্থাতেও মাস্কের মাধ্যমেই ফোন করা যাবে ,আর সেই ব্যক্তির বলা কথা টেক্সট মেসেজ রূপে পৌঁছে যাবে সামনের ব্যক্তির কাছে। এই নতুন সি মাস্ক পরে আস্তে কথা বললেও এমপ্লিফাই তার শব্দ বাড়িয়ে দেবে। এই স্মার্ট মাস্কের দাম প্রায় ৩০০০ টাকা।
Highlights
১. স্মার্ট ফেস মাস্কের সাহায্যে মাস্ক মুখ থেকে না খুলেই কথা বলা যাবে।
২. জাপানের সংস্থা ডোনাট রেবোটিস্ক বাজারে নিয়ে আসতে চলেছে তাদের স্মার্ট মাস্ক।
# স্মার্ট মাস্ক # জাপান