মেসেজের মাধ্যমে টুইট পরিষেবা বন্ধ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :-  মেসেজের মাধ্যমে টুইটের পরিষেবা বন্ধ করলো মাইক্রোব্লগিং সংস্থা Twitter । টুইটারের সুরক্ষা বাড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কিছু দেশের জন্যই এই পরিষেবা বন্ধ করা হয়েছে। এই পরিষেবা চালু হয়েছিল টুইটারের স্মারকটির সম্মানে।

আরো পড়ুন :- হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন সুবিধা

সংস্থাটির সূত্রে এক টুইট  বিবৃতিতে জানানো হয়েছে যে

এই সুবিধার  ফলে  ২০১৮ সালে  হ্যাক হয়েছিল টুইটারের সিইও জ্যাক ডোর্সির। তার একাউন্ট থেকে অশ্লীল এবং বিতর্কিত টুইট করা হয়েছিল। এমনকি  এই জাতীয় টুইট গুলিকে রিটুইটও করা হয়েছিল। পরবর্তীকালে অবশ্য দাবি করা হয়েছিল যে জ্যাক সিম সোয়াপিংয়ের  শিকার হয়েছিলেন। তাই নিরাপত্তা রক্ষার জন্য এখন শুধুমাত্র ডেস্কটপ এবং মোবাইল থেকেই টুইট কর সম্ভব হবে বলে ওই সংস্থার সূত্রে জানানো হয়েছে। এই ব্যবস্থার ফলে ব্যবহারকারীদের একাউন্ট সুরক্ষিত থাকবে এবং গোপনীয়তা বজায় থাকবে।

আরো পড়ুন :- হোয়াটস্যাপে পরিষেবা শুরু জিওমার্টের

message through twitter ,টুইটের মাধ্যমে মেসেজ  পরিষেবা

এর আগে ১৪০ অক্ষরের টুইটার মেসেজে তৈরী করার সুবিধা দিয়েছিলো এই সংস্থা । যার ফলে অ্যাপ্লিকেশনটি  ব্যবহার না করেও টুইট করা যেত।  অবশ্য মেসেজের মাধ্যমে টুইটার পরিষেবা অনেকে গ্রাহকই ব্যবহার করেন না। তবে ইন্টারনেট বন্ধ থাকার সময় একাউন্ট থেকে কোনো নোটিফিকেশন এলে তখনি কাজে লাগতো এই মেসেজিং পরিষেবা। এই পরিষেবা নিরাপত্তার সমস্ত দিক গুলিকে বিবেচনা করে তৈরী করা হলেও যে কোনো পরিস্থিতিতে ট্রাডিশনাল পদ্ধতি অবলম্বন করাই শ্রেয় বলে মনে করা হচ্ছে । এই মেসেজিং পরিষেবা বন্ধ করার ফলে কি সুবিধা হবে সে নিয়ে এখনো পরিষ্কার করে কিছু জানাতে না চাইলেও এই ব্যবস্থার ফলে টুইটার নোটিফিকেশনের সুবিধা ব্যবহারকারীরা পেতেন না। সুতরাং টুইটার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা উচিত   বলে মনে করছেন ওই সংস্থার মুখপাত্ররা।

Highlights 

  • মেসেজের মাধ্যমে টুইট করা যাবে না 
  • কিছু দেশেই বন্ধ করা হয়েছে এই পরিষেবা 
  • এতে ব্যবহারকারীদের একাউন্ট সুরক্ষিত থাকবে 

# টুইটার# টেক 

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন