মোবাইল ইন্টারনেটের দাম বাড়াতে চায় রিলায়েন্স জিও !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, জয় রায় :- মোবাইল ইন্টারনেট ব্যাবহার কারীদের মাথায় চিন্তার ভাঁজ আন্তে চলেছে রিলায়েন্স জিও। টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই – কে রিলায়েন্স জিওর তরফ থেকে প্রস্তাব করা হয় মোবাইল ডেটা চার্জ বৃদ্ধি করার জন্য। ট্রাই এই প্রস্তাব মান্য করলে খুব শীঘ্রই বাড়তে পারে আপনার মোবাইল ডেটা বিল।

[ আরো পড়ুন :- চাপে পড়লো পাকিস্তান ! ভারতীয় সেনার সাহায্য নিতে পারে আফগানিস্তান ]

রিলায়েন্স জিও ট্রাই – এর কনসালটেশন পেপারের উত্তর দিতে গিয়ে এই রকম প্রস্তাব রাখে রিলায়েন্স জিও। বর্তমানে কোনো গ্রাহক যদি কোনো স্পেশাল ডাটা প্যাক না ভরে থাকেন তবে প্রতি জিবি ডাটার জন্য তাকে ১৫ টাকা দিতে হয়। কিন্তু রিলায়েন্স জিও চায় এই দাম আসতে আসতে দু – তিন ধাপে বাড়িয়ে ৬ মাসের মধ্যে ২০ টাকা প্রতি জিবি করুক ট্রাই।

মুখেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও দাবি করে বলে ট্রাই বেঁধে দেওয়া দাম সমস্ত  সেগমেন্টেই লাঘু করুক। তবে রিলায়েন্স জিওর তরফ থেকে বলা হয় ভয়েস কলের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তবে এখন আশঙ্কা রিলায়েন্স জিও কি তবে আসতে আসতে সমস্ত সেগমেন্টেই কি দাম বাড়াবে।

[ আরো পড়ুন :- আপনি কি ওয়াফ-ফাই ব্যবহার করেন ? তবে সাবধান ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন