Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সকলকে ইনকামের সুযোগ দিচ্ছে Google ! আপনি কি ঘরে বসেই কাজ করে বিকল্প অর্থ উপার্জনের পথ খুঁজছেন ? আপনার জন্যই গুগল এক নতুন অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছে। এর মাধ্যমে ঘরে বসে work-from-home যেমন করতে পারবেন, তেমনই প্রয়োজনে বাইরে গিয়েও গুগলের নির্ধারিত কিছু কাজ করে মোটা টাকা আয় করতে পারেন। শর্ত একটাই, কাজ ঠিকঠাক হওয়া চাই। তাহলে কাজের শেষে টাকা সরাসরি আপনার একাউন্টে ঢুকে যাবে।
এই অ্যাপের নাম টাস্ক মেট অ্যাপ। ভারতে বর্তমানে ট্রায়াল টেস্টিং পর্যায়ে রয়েছে এই অর্থ উপার্জনকারী অ্যাপ্লিকেশন। গুগল সূত্রে খবর, ভারতে ইতিমধ্যেই বেটা টেস্টিংয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে টাস্ক মেট অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীরা ‘find tasks nearby’, ‘complete a task to begin earning’ এবং ‘cash out your earnings’ এর অপশনগুলি পাবেন। এই অ্যাপের ব্যবহারকারীদের জন্য ফিল্ড এবং সিটিং, এই দুটি অপশন থাকছে। বাড়িতে বসে কাজ করবেন তারা সিটিং অপশন পাবেন। বাইরে থেকে কাজ করতে চাইবেন তারা ফিল্ড অপশনে কাজ শুরু করবেন।
আরো পড়ুন :- আগে থেকেই সিডিউল করুন WhatsApp মেসেজ
তাহলে সামান্য কিছু কাজের বিনিময়েই অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে গুগল। তাহলে আর দেরি নয়। গুগল প্লে স্টোরে গিয়ে আজই ডাউনলোড করে নিন এই টাস্ক মেট অ্যাপ। ঘরে বসে উপার্জনের এমন সুযোগ হাতছাড়া করবেন না। তাই গুগলের নির্ধারিত কাজ করে তিনি যে মূল্য জিতবেন তা তাঁর নিজস্ব ই-ওয়ালেট অ্যাকাউন্টটিতেই ঢুকবে।
Highlights
1. সকলকে ইনকামের সুযোগ দিচ্ছে Google !
2. সামান্য কিছু কাজের বিনিময়েই অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে গুগল
#Google #APP