BBangla News Dunia, শারদীয়া রায় :- এবার সমস্ত স্মার্টফোনে থাকবে ভারত সরকারের করোনা ভাইরাস ট্র্যাকিং অ্যাপ Aarogya Setu। ভারত সরকার মনে করছে এই অ্যাপের সাহায্যে করোনা রোগীকে চিহ্নিত করে এই সংক্রমণের মোকাবিলা করা সম্ভব। স্মার্টফোন নির্মাতা ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজির (MAIT) তরফ থেকে লাইভমেন্ট এ প্রকাশিত প্রতিবেদনে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ।
#AarogyaSetuApp is making the best use of technology to identify potential risks and share the best practices to combat the #CoronavirusOutbreak.
Join us in our combined effort to defeat #COVID19, download #AarogyaSetu here: https://t.co/siqZVrak0c pic.twitter.com/XieSkWE4BW
— Aarogya Setu (@SetuAarogya) April 30, 2020
ভারত সরকারের আরোগ্য সেতু অ্যাপটি ব্লুটুথ এবং জিপিএস লোকেশনের মাধ্যমে করোনাভাইরাস সংক্রামিত লোকদের ট্র্যাক করে। এই অ্যাপে ব্যবহারকারীদের প্রথমে তাদের মোবাইল নম্বর এবং ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। । ব্যবহারকারীদের প্রদত্ত তথ্যগুলি যদি সঠিক হয় তবে সে নিরাপদ কিনা তা এই অ্যাপ্লিকেশনটি জানিয়ে দেয়। পাশাপাশি আসেপাশে কোনো ব্যক্তি কিংবা লোকালয়ে করোনা সংক্রমণ আছে কিনা তাও জানা যায় অ্যাপটির মাধ্যমে।
দেশীয় প্রযুক্তিতে তৈরী এই অ্যাপটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে এবং কেন্দ্রীয় সরকার ব্যবহারকারীদের উপরে নজর রাখছে বলে বিতর্কের সৃষ্টি হয়েছিল। কারণ এই অ্যাপটি কাজ করার জন্য ব্যবহারকারীকে সর্বদা তাদের স্মার্টফোনে জিপিএস এবং ব্লুটুথ অন রাখতে হবে। কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই খবরটি সম্পূর্ণ মিথ্যে বলে জানানো হয়েছে। কেবলমাত্র জনগণের সুরক্ষার স্বার্থে এটিকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। উল্লেখ্য অন্যান্য করোনা ট্র্যাকিং অ্যাপগুলির তুলনায় এই অ্যাপটির ব্যবহার বর্তমানে বহুগুন বেড়ে গেছে বলে সমীক্ষায় জানা গেছে।
আরো পড়ুন :- Contact Tracing অ্যাপ্লিকেশনে অ্যাপল-গুগলের যুগলবন্দী
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সরকার স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলি কে আগে থেকেই ফোনে Aarogya Setu কে প্রি-ইনস্টল অ্যাপ হিসাবে রাখতে বলেছিল। কিন্তু স্মার্টফোনের উৎপাদন বন্ধ থাকায় তখন তা সম্ভব হয়নি। তবে আবার যেহেতু স্মার্টফোনের উৎপাদন শুরু হচ্ছে তাই এই অ্যাপকে এবার থেকে সমস্ত নতুন ফোনে দেখতে পাওয়া যাবে ।
এদিকে এই অ্যাপের পরিষেবা ফিচার ফোন ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, আরোগ্য সেতুকে আগের সমস্ত বৈশিষ্ট্য সহ ফিচার ফোনের জন্য তৈরী করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, শীঘ্রই এই অ্যাপটি কে JioPhone ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আনা হবে।
- সমস্ত নতুন ফোনে প্রিইন্সটল থাকবে এটি।
- (MAIT) একটি প্রতিবেদনে এটি প্রকাশ করেছে।
- জিও ফিচার ফোন প্রথম পাওয়া যাবে।
# করোনা । # আরোগ্য সেতু