সস্তায় স্মার্টফোন দিচ্ছে Samsung , দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সস্তায় স্মার্টফোন দিচ্ছে Samsung । গ্রাহকদের কথা ভেবে এবারে পকেট সাধ্যের দামে নতুন ফোন আনতে চলেছে স্যামসং। দীর্ঘ কয়েক বছর ধরে গ্রাহকদের কাছে অল্প দামে আকর্ষণীয় মোবাইল পরিষেবা দিয়ে নিজেদের জায়গা পাকা করেছে। আর এবারেও তারা মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথাতে রেখে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এক নয়া অ্যান্ড্রয়েড ফোন।ভারতের বাজারে এই ফোনের দাম রাখা হয়েছে ৫৪৯৯ টাকা। গ্রাহকেরা পাবেন ১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজের সুবিধা।

তবে একটু বেশি মেমোরি সম্পন্ন ফোন কিনতে চাইলে গ্রাহকদের খরচ করতে হবে ৬৪৯৯ টাকা। তাতে পাওয়া যাবে ২ জিবি র‍্যাম+৩২ জিবি স্টোরেজ। অর্থাৎ মাত্র ১ হাজার টাকা বেশি খরচ করতে হবে গ্রাহকদের। এই নয়া ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র তিনটি রংয়ে। এই নয়া ফোন দেশের স্যামসং রিটেল স্টোরগুলিতে এই ফোন পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এমনকি অনলাইনেও কিনতে পাওয়া যাবে আগামী ২৯ জুলাই থেকে। এর আগে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল ইন্দোনেশিয়াতে। সেখানে এই ফোনটির দাম ভারতীয় মুদ্রায় ছিল প্রায় ৫৬০০ টাকা। অর্থাৎ ভারতের বাজারে স্যামসংয়ের এই ফোনটি পাওয়া যাবে আরও সস্তায়।

সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ফোনে রয়েছে ৫.৩ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে মিডিয়াটেক ৬৭৩৯ এসওসি। ফটো তোলা বা ভিডিওর জন্য পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে আনুষঙ্গিক সুবিধা। যেমন ওয়াই ফাই, ৩.৫ এমএম হেড ফোন জ্যাক। এছাড়াও এই ফোনে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাক আপ দেবে।

Highlights

1. সস্তায় স্মার্টফোন দিচ্ছে Samsung

#SAMSUNG #INDIA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন