সাইলেন্ট মোডে থাকা মোবাইল ফোন হারালে তা সহজে খোঁজার উপায় !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সাইলেন্ট মোডে থাকা মোবাইল ফোন হারালে তা সহজে খোঁজার উপায় ! অনেক সময় বাড়িতে মোবাইল ফোন যেখানে সেখানে রেখে খুঁজে পান না , সাইলেন্ট মোডে থাকলে আরো সমস্যা খুঁজতে। কোনো সময় সোফার খাঁজে ঢুকে গেলে বা বাড়ি অথবা অফিসের ফাইল-এর ভেতর অথবা ভুলে বাড়িতেই রেখে আরও নানা দুশ্চিন্তা ঘিরে ধরে আপনাকে।

নিজেই যে মোবাইলকে সাইলেন্ট মুডে রেখেছিলেন কোনো কাজের সুবিধার্থে। কিন্তু অন্য কারো নম্বর থেকে ফোন করে নিশ্চিত হবেন, সে উপায়ও হয়তো নেই। ফলে চিন্তা বাড়ে। কিন্তু এমন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুবিধা গুগলই করে দিচ্ছে।

দেখুন উপায় গুলি —

১. আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে জি-মেইল আইডি ব্যবহার করে থাকেন , সেটি মনে রাখতে হবে।তার পর অন্য কোনো কম্পিউটারে বসে প্রথমে এই জি-মেইল আইডি লিখুন (https://www. google. com/android/find)। সেখানে জি-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তখন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখাবে, যেটি একসেপ্ট করলেই আপনার কাজের প্রথম ধাপ শেষ।

২. আপনার মোবাইল-র লোকেশন ও ইন্টারনেট চালু থাকলেই তৎক্ষণাৎ সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ। মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যাপে দেখিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এখানে সম্ভাব্য কাছাকাছি লোকেশনই দেখানো হবে।

৩. মোবাইলকেও যদি আপনার এলাকাতেই দেখানো হয়, সে ক্ষেত্রে বাঁ দিকে থাকা PLAY SOUND অপশনটি ক্লিক করুন। এর ফলে কম্পিউটার থেকেই আপনার মোবাইলে রিং-টোন বাজানো যাবে। মোবাইল সাইলেন্ট মুডে থাকলেও কোনো সমস্যা নেই, পাঁচ মিনিট ধরে রিং-টোন বাজবে মোবাইলে।

৫.  কিন্তু মোবাইল যদি সত্যিকারে হারিয়ে যায় এবং দ্রুত খুঁজে পাওয়ার কোনো সুযোগও না থাকে তখন আপনি মোবাইল লক করে দেওয়ার ব্যবস্থা নিতে পারেন। একটি অন্য পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারেন। তারপর উদ্ধারের পর সেই পাসওয়ার্ড দিয়ে খুলে নিতে পারবেন।

৬. কিন্তু উদ্ধারের কোনো আশাও না থাকে , সে ক্ষেত্রে মোবাইলে থাকা খুব গুরুত্বপূর্ণ তথ্য অন্য কারও হাতে না পড়ে, সে ব্যবস্থাও নিতে পারেন। ERASE DATA অপশনটি ব্যবহার করে, মোবাইলের সব ডেটা মুছে ফেলতে পারবেন। মোবাইল যদি অফলাইনে থাকে, তবে যখনই অনলাইনে আসবে, সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে।

তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনার মোবাইল ফোন থেকে অবশ্যই জি-মেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে।

Highlights

1. সাইলেন্ট মোডে থাকা মোবাইল ফোন হারালে খোঁজার উপায় !

2. আপনার মোবাইল ফোন থেকে অবশ্যই জি-মেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে

#Google #Location

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন