হোয়াটস্যাপ নিত্যনতুন অনেক নতুন নতুন ফিচার নিয়ে আসছে ব্যবহারকারীদের সুবিধার্থে । তবে হোয়াটস্যাপে মেসেজ সিডিউল করার কোনো ফিচার এখনো পর্যন্ত আসেনি। তা সত্ত্বেও আপনি চাইলে হোয়াটস্যাপে মেসেজ সিডিউল করতে পারেন।
তবে তার জন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম SKEDit.
Google play store-এ গিয়ে ডাউনলোড করতে হবে SKEDit অ্যাপ্লিকেশনটি।
এরপরে SKEDit অ্যাপে গিয়ে লগইন করতে হবে।
SKEDit অ্যাপে মেনুতে গিয়ে হোয়াটস্যাপ অপশনটি পাওয়া যাবে।
এবার SKEDit অ্যাপ থেকে Enable Accessibility অপশনটিতে ক্লিক করতে হবে।
Allow অপশনে ক্লিক করতে হবে।
আরো পড়ুন :- আসছে নতুন মিটিং অ্যাপ ! থাকবে নানা সুবিধা
এর পরে SKEDit অ্যাপে ফিরে গেলে Ask Me Before Sending অপশনটি পাওয়া যাবে। এই অপশনটিতে ক্লিক করে রাখলে কোন মেসেজ সেন্ড করার আগে নোটিফিকেশন আসবে এবং তার পরেই সিডিউল মেসেজটিকে পাঠানো যাবে।
প্রিয়জনকে জন্মদিনে শুভেচ্ছা জানানো কিংবা কোনো জরুরি মেসেজ পাঠানোর জন্য এই ফিচারটি বিশেষভাবে উপযোগী। সিডিউল করা থাকলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির কাছে মেসেজ পৌঁছে যাবে। ভুলে যাওয়ার সম্ভবনা কমে যাবে।
হোয়াটস্যাপ এ খুব শীঘ্রই আসবে Read Later ফিচার। যা পুরোনো Archived Chats-এর নাম বদলে আসতে চলেছে। ভ্যাকেশন মোড হিসেবে কাজ করবে এই ফিচার।
আরো পড়ুন :- Whatsapp-এ এলো নতুন ফিচার
Highlights
১. সিডিউল করুন হোয়াটস্যাপ মেসেজ
২. থার্ড পার্টি অ্যাপ্লিকেশন SKEDit এর সাহায্যে মেসেজ সিডিউল করা যাবে
#whatsapp|#google play store