হঠাৎ বন্ধ হতে চলেছে Internet Explorer ! কিন্তু কেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হঠাৎ বন্ধ হতে চলেছে Internet Explorer ! এবার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার বন্ধের ঘোষণা করল তথ্য প্রযুক্তির জায়েন্ট মাইক্রোসফ্ট। প্রথমেই ব্রাউজারটি আসার পর থেকেই ইউজারদের কাছে হাসির খোরাক হয়েছিল। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিগত ২৫ বছর ধরে ব্যবহারের পর বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার।

প্রসঙ্গত আগামী ২০২২ সালের ১৫ জুন থেকে ওয়েব ব্রাউজারটি ইউজাররা আর ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মাইক্রোসফট। ইন্টারনেট ব্রাউজিংয়ের দুনিয়ায় গুগল ক্রোম , ইউসি ব্রাউজার , মজিলা ফায়ার ফক্স , অপেরা মিনির মতো দ্রুত ব্রাউজার গুলির সঙ্গে পাল্লায় পিছিয়ে পড়ে ইন্টারনেট এক্সপ্লোরার একথা একদম বাস্তব সত্যি।

ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে বৃদ্ধির হার সর্বোচ্চ

মাইক্রোসফ্ট কোম্পানি একটি বিবৃতিতে জানায়, উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ হলো মাইক্রোসফট এজ। উইন্ডোজ ১০-এর ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডেস্ক টপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে ২০২২ সালের ১৫ জুন। ২০১৫ সালে প্রথম আসে মাইক্রোসফ্ট এজ। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায় ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে। ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার ঘোষণা করেছে মাইক্রোসফ্ট।

এই সংক্রান্ত আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

অর্থাৎ বর্তমানে মাইক্রোসফ্ট এজ হল ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প। মাইক্রোসফ্ট এজকে ইউজারদের আরও কাছে আনতেই এক্সপ্লোরারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিল তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট।

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

 আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন