হোয়াটস্যাপে পরিষেবা শুরু জিওমার্টের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- হোয়াটস্যাপে বাজার পরিষেবা চালু  করলো জিওমার্ট। এর আগে মার্ক জুকারবার্গের  ফেসবুকের সাথে গাঁটছড়া বেঁধে এক উন্নত ডিজিটাল প্লাটফর্ম উপহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন রিলায়েন্স  কর্ণধার মুকেশ আম্বানি। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে গ্রাহকদের কাছে  এই পরিষেবা পৌঁছানোর জন্য ব্যবহার  করা হচ্ছে ফেসবুকের মেসেজিং প্লাটফর্ম  হোয়াটস্যাপ কে।

আরো পড়ুন :- নতুন করে আবার শিল্পাঞ্চলে করোনা সংক্রমণ

ভারতের ৪০ কোটি হোয়াটস্যাপ ব্যবহারকারীদের এই  সুবিধা প্রদান করতে চাইছে রিলায়েন্স।  আর তার জন্য তৈরী হয়েছে একটি বিশেষ হোয়াটস্যাপ নম্বর ৮৮৫০০০৮০০০। গ্রাহকরা এই নম্বর নিজেদের মোবাইলে  সেভ  করলে তাদের কাছে একটি লিংক আসবে। লিঙ্কটির ভ্যালিডিটি থাকবে ৩০ মিনিট। এই সময়ের মধ্যে লিঙ্কটির সাহায্যে একটি  ওয়েব পেজে যেতে হবে। সেখানে গ্রাহককে নিজেদের নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে নির্দিষ্ট ক্যাটালগ দেখে প্রয়োজনীয় সামগ্রী অর্ডার দেওয়া যাবে।  অর্ডার চলে যাবে নির্দিষ্ট দোকানে কিংবা জিওমার্টের  কোনো স্টোরে। তবে অর্ডারটি  কোন দোকানে গেলো তা জানিয়ে দেওয়া হবে গ্রাহকদের। ডেলিভারির জন্য সামগ্ৰী তৈরী হয়ে গেলে গ্রাহকের কাছে মেসেজ আসবে সেটি সংগ্রহ করার জন্য।  গ্রাহকদের নিজেদের গিয়ে সংশ্লিষ্ট দোকানে সামগ্রী সংগ্রহ করতে হবে।

আরো পড়ুন :- ফেসবুক নিয়ে এলো মেসেঞ্জার রুম

অন্যান্য ই -কমার্স পরিষেবার মতো এইখানে হোম  ডেলিভারির সুবিধা এই মুহূর্তে পাওয়া যাবে না। এর পাশাপাশি পাওয়া যাবে না ক্রেডিট কিংবা ডেবিট কার্ড অথবা অন্যান্য উপায়ে পেমেন্ট করার পরিষেবাও । এখন শুধুমাত্র ক্যাশ অন  ডেলিভারির  সুবিধা গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। তবে পেমেন্ট হোয়াটসাপের মাধ্যমে করা যাবে।

হোয়াটসাপে পরিষেবা শুরু জিওমার্টের

এই ব্যবস্থার ফলে ছোট দোকানদার কিংবা হকাররা খুব উপকৃত হবেন।  এই লক ডাউনে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এরাই। দেশের একটা বিরাট অংশ হোয়াটস্যাপ ব্যবহার করে। তাই হোয়াটসাপের মাধ্যমে সবাইকে যুক্ত করার ফলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সুবিধা পাবে। সাথে ছোট ব্যবসায়ীদের রোজগারের নতুন রাস্তা খুলে যাবে। সমস্ত পরিষেবা এখনই চালু না হলেও ভবিষ্যতে অন্যান্য অনলাইন মার্কেটের মতো সমস্ত সুবিধা গ্রাহকরা পাবেন বলে জানানো হয়েছে। আপাতত  সারা দেশের মধ্যে মহারাষ্ট্রের  মুম্বাই এলাকায় সূত্রপাত হয়েছে এই পরিষেবার।

আরো পড়ুন :- জুমের বিকল্প হিসেবে এলো নমস্তে

Highlights: 

  • হোয়াটস্যাপের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী অর্ডার দেওয়া যাবে। 
  • বিশেষ নম্বর চালু হয়েছে যা ফোনে সেভ করতে হবে। 
  • হোম ডেলিভারি পরিষেবা পাওয়া যাবে না এই মুহূর্তে। 
  • এখন শুধুমাত্র মুম্বাইতে পাওয়া যাবে এই পরিষেবা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন