Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ৪০ হাজার সাইবার হানা। গত পাঁচ দিনে চিনা হ্যাকাররা ভারতে অন্তত চল্লিশ হাজার সাইবার হানা চালিয়েছে। এমনই দাবি করল মহারাষ্ট্র পুলিশ। লাদাখের গালওয়ানে ভারত এবং চিনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পরই ভারতে চিনা হ্যাকারদের সাইবার হামলার ঘটনা লক্ষ্যণীয় ভাবে বেড়ে গিয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্রের সাইবার সিকিউরিটি সেল।
সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের পরিকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিং পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে গত কয়েকদিনে সাইবার হামলার ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্র পুলিশের সাইবার সিকিউরিটি সেলের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ যশস্বী যাদব জানিয়েছেন, গত চার থেকে পাঁচ দিনের মধ্যে ভারতে সাইবার হামলার ঘটনা লক্ষ্যণীয় ভাবে বেড়ে গিয়েছে৷ বিভিন্ন তথ্যভাণ্ডার, ব্যাঙ্কিং, পরিকাঠামো, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রগুলিকে নিশানা করছে চিনা হ্যাকাররা। সাইবার আক্রমণগুলি চিনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংগড়ু থেকে করা হয়েছে।
ওই পুলিশকর্তা জানিয়েছেন, মূলত তিন ধরনের সাইবার অ্যাটাক চালানো হচ্ছে। যে ক্ষেত্রগুলিকে টার্গেট করা হচ্ছে, তাদের পরিষেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, নয়তো তাদের আইপি হাইজ্যাক করা হচ্ছে অথবা তা চুরি করে নেওয়া হচ্ছে। এর ফলে ভারত সরকারের সাইবার পরিকাঠামোও বিপদের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্চ মাস থেকে পাকিস্তানি হ্যাকাররাও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভাগগুলির তথ্য চুরি করার চেষ্টা চালাচ্ছে। তবে পাকিস্তানি এবং চিনা হ্যাকারদের মধ্যে কোনও যোগ আছে কি না তা এখনও স্পষ্ট নয়।
এই পরিস্থিতিতে প্রত্যেককেই নিজেদের সাইবার সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হওয়ার আবেদন জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সংস্থাগুলিকে নিজেদের সাইবার সুরক্ষার জন্য সব পদক্ষেপ করার পাশাপাশি সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
Highlights
1. ৪০ হাজার সাইবার হানা
2. এই পরিস্থিতিতে প্রত্যেককেই নিজেদের সাইবার সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হওয়ার আবেদন জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ
#CyberSecurity #India