৫ ক্যামেরার দারুন স্মার্ট ফোন নিয়ে OPPO, VIVO, Realmi , MI কে টক্কর দিতে বাজারে নামছে স্যামসুং।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- ভারতীয় স্মার্ট ফোনের মার্কেটে একছত্র ভাবে অনেকদিন রাজ করেছে স্যামসুং কিন্তু OPPO, VIVO, Realmi , MI এই সকল চীনা মোবাইল নির্মাতা কোম্পানির ভারতে প্রবেশের পর ভারতীয় বাজারে স্যামসুং এর মার্কেট শেয়ার কমেছে। এবার এই মার্কেট শেয়ার পুনরায় নিজের দখলে আনার জন্য স্যামসুং ভারতীয় মার্কেটে লঞ্চ করতে চলেছে বাজেট ফোন Samsung galaxy A51 .

Samsung galaxy A51 review

চলুন জেনেনি কি কি থাকছে এই ফোনে –

ডিসপ্লে :-  16.4cm(6.5″) FHD+
Infinity-O sAMOLED display

স্লিম :- 7.9mm

ক্যামেরা :- এই ফোনের বড় চমক হল এই ফোনের ক্যামেরা। সামনে ৩২ মেগাপিক্সল ক্যামেরা আর পিছনে ৪৮+১২+৫+৫ মেগাপিক্সল ক্যামেরা।

Quad Rear- 48MP / 12MP / 5MP / 5MP
Front – 32MP

মেমোরি :- এই ফোনটি ২ টি ভার্সন মেমোরিতে পাওয়া যাবে একটি ৬ জিবি /১২৮ জিবি আর অপরটি ৮ জিবি /১২৮ জিবিতে পাওয়া যাবে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

6GB / 8GB + 128GB
Up to 512GB Expandable

ব্যাটারি :- এই ফোন ৪০০০ এম এ এইচ ব্যাটারী থাকবে। যা সর্বোচ্চ ১৯ ঘন্টা ব্যাকআপ দেবে।

4,000mAh + 15W Fast Charging
USB Type C

প্রসেসার :- এই ফোন অক্টা – কোর প্রসেসার থাকবে।

Octa-core , Exynos 9611 processor
Game Booster

[ আরো পড়ুন :- এই বছরই 5G ইন্টারনেটের স্বাদ পেতে পারেন আপনি। ]

এছাড়া এই ফোনে এন্ড্রোয়েড ১০ থাকবে। এই ফোনে গেমিং বুস্টার থাকার জন্য গেম খেলতে কোনো অসুবিধা হবে না। মনেকরা হচ্ছে ফোনটির ২৪০০০ থেকে শুরু হতে পারে ( 6GB+128 GB ) আপনি যদি ফোনটি কিনতে চান তবে আরো কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে। ফোনটি হয়তো ফেব্রূয়ারী মাসের শেষে বা মার্চের শুরুতে ভারতে লঞ্চ করতে পারে সবকিছু ঠিক থাকলে।

[ আরো পড়ুন :- বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার বোল্ড ছবি ! ]

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন