25 শে ফেব্রূয়ারি লঞ্চ হতে চলেছে ভারতের প্রথম 5G স্মার্ট ফোন। জানুন কি কি থাকছে এই ফোনে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- ভারতে এখনো 5G লঞ্চ করা হয়নি। তবে ভারতের মার্কেটে ভারতীয় ক্রেতাদের জন্য 5G ফোন নিয়ে আসলো IQOO নামে এই চীনা কোম্পানি যেটি vivo কোম্পানির সাব ব্র্যান্ড। vivo তার সাব ব্র্যান্ড IQOO এর সাথে সর্ব প্রথম ভারতে 5G ফোন লঞ্চ করতে চলেছে ২৫ শে ফেব্রূয়ারি দুপুর ১২ টার সময়। এই ফোনটি কোম্পানির নামের সাথেই লঞ্চ করা হচ্ছে।

তাই ফোনটির নাম রাখা হয়েছে IQOO3 এই ফোনটিতে সবচেয়ে পাওয়ার ফুল প্রসেসর দেওয়া হয়েছে যেখানে – qualcomm snapdragon 856 processor দেওয়া হয়েছে। এই ফোনটিতে ৬৪ মেগা পিক্সাল ব্যাক ক্যামেরা থাকতে পারে আর ১৬ মেগা পিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

এই ফোনটি সাধারণত স্টোরেজ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে ৬ জিবি / ৮ জিবি /১২ জিবি এছাড়া ১২৮ জিবি / ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

এই ফোনটিতে Android 10 os সিস্টেম দেওয়া হবে ও ফোনটি 6.4 full HD display + AMOLED display থাকবে। যা আপনার ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরো ভালো করবে।

[ আরো পড়ুন :- এই বছরই 5G ইন্টারনেটের স্বাদ পেতে পারেন আপনি। ]

এই ফোনটিতে 4370 mAh ব্যাটারী দেওয়া হয়েছে।

তবে মনে করা হচ্ছে ফোনটি একটি শক্তিশালী ফোন হবে ও আপনার ভিডিও দেখার অভিজ্ঞতাকে সুন্দর করবে। যারা গেম খেলতে ভালো বাসেন তাদের জন্য এই ফোনটি সবচেয়ে ভালো হতে পারে। তবে এখন দেখার কোম্পানি কত দামে এই ফোনটি ভারতের বাজারে বিক্রি করে।

এই ফোনটি দেখতে লিঙ্কে ক্লিক করুন – Flipkart

[ আরো পড়ুন :- তাড়াতাড়ি বাম্পার অফার আমাজনে Realme র এই ফোন গুলো পাবেন খুব কম দামে। ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন