Bangla News Dunia, শারদীয়া রায় :- এখন থেকে BSNL ব্রডব্যান্ড গ্রাহকরা Amazon Prime সাবস্ক্রিপশনের সুবিধা পাবে না। সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল তাদের গ্রাহকদের বিভিন্ন প্ল্যানের সাথে অতিরিক্ত বেনিফিট দিয়ে থাকে। যার মধ্যে অন্যতম ছিল এই আমাজন প্রাইম সাবস্ক্রিপশন । অনেক বিএসএনএল গ্রাহক টুইটারে এই সুবিধা না পাওয়ার অভিযোগও জানিয়েছেন । এমনকি তারা দাবি করেছেন যে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন লিখে সার্চ করলে এরর মেসেজ দেখতে পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন :- Contact Tracing অ্যাপ্লিকেশনে অ্যাপল-গুগলের যুগলবন্দী
BSNL এর কেরালা সার্কেল থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল যে, ৭৫০ টাকা বা তার উপরের সমস্ত প্ল্যানে আর অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পাওয়া যাবেনা। এর পরে কোম্পানি সমস্ত সার্কেলে এই সুবিধা বন্ধ করে দিয়েছে। এমনকি Amazon এর FAQ সেকশনে গিয়ে বিএসএনএল এর অফার সম্পর্কে জানতে চাইলেও কিছু খুঁজে পাওয়া যায়নি। শুধু ব্রডব্যান্ড প্ল্যানেই নয়, বিএসএনএল পোস্টপেড বা ল্যান্ডলাইন প্ল্যানেও এই সুবিধা দিচ্ছেনা। এর আগে কোম্পানি ৩৯৯ টাকা বা তার বেশি সমস্ত প্ল্যানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন অফার করছিল।
তবে অন্যদিকে লকডাউনে গৃহবন্দী গ্রাহকদের সুবিধার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গত মাসে “ওয়ার্ক ফ্রম হোম” প্রমোশনাল ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছিল, যেখানে সমস্ত ব্রডব্যান্ড ব্যবহারকারীরা প্রতিদিন ৫ জিবি ডেটা ফ্রি পাবে। বিনামূল্যে পাওয়া এই ডেটার স্পিড হবে ১০ এমবিপিএস। বিএসএনএল এই অফারের ভ্যালিডিটি ১৯ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর আগে এই সুবিধা ১৯ এপ্রিল পর্যন্ত দেবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল।
আরো পড়ুন :- মেসেজের মাধ্যমে টুইট পরিষেবা বন্ধ
Highlights
- Amazon Prime সাবস্ক্রিপশনের সুবিধা পাবে না BSNL গ্রাহকরা
- কেরালা সার্কেলের পরে সারা দেশে বন্ধ হয়ে গেছে এই পরিষেবা
- BSNL লোকডাউনে ওয়ার্ক ফ্রম হোম ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছিল