Disney+Hotstar আনলো নতুন ফিচার

By Bangla News Dunia Desk Biswajit

Published on:

এইবার corona আবহে  খেলার নিয়মের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সাথে খেলা দেখার মধ্যেও এসেছে পরিবর্তন। আগে স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে টানটান উত্তেজনার মধ্যে খেলা দেখার মজা এইবারে হবে না। এমনকি বন্ধুদের নিয়ে একসাথে স্টেডিয়ামের মধ্যে বসে প্রিয় খেলোয়াড়দের উৎসাহিত করার আমেজটাও নষ্ট। তবে Disney+Hotstar এর জন্য ভার্চুয়ালি সবার সাথে খেলা দেখার সুযোগ এনে দিলো।

তারা নতুন একটা ফিচার যোগ করেছে তাতে লাইভ খেলা দেখার সাথে সাথে বন্ধুদের সাথে একই স্ক্রিনে ভিডিও কল করতে পারবে ব্যবহারকারীরা। এই ফিচারটি পাওয়া যাবে লাইভ স্ট্রিমের নিচে ‘start video call’ অপশনে। একসাথে পাঁচ জনকে ভিডিও কল করা যাবে এই নতুন ফিচারের সাহায্যে।

খেলার লাইভ কমেন্টের সাথে বন্ধুদের সাথে ম্যাচ নিয়ে আলোচনাও করা যাবে। পোট্রেট মোডে চ্যাট করা যাবে। এমনকি প্রত্যেকের জন্য আলাদা করে সাউন্ডের রকমফের করার ব্যবস্থাও থাকছে নতুন ফিচারে।

lady comfy

এছাড়া ভিডিও কালের মাধ্যমে যুক্ত বন্ধুদের মধ্যে কারোর যদি নেটওয়ার্ক সমস্যা হয় তবে তার সমাধান আছে। এক্ষেত্রে সেই ব্যক্তি ভিডিওর পরিবর্তে অডিও কলে যুক্ত থাকবে। তবে লাইভ স্ট্রিমিং যাতে সবার একসাথে হয় সেদিকে বিশেষ ভাবে নজর রাখা হয়েছে।

আরো পড়ুন :- বিনামূল্যের পরিষেবার দিন শেষ ! এবার থেকে টাকার বিনিময়ে মিলবে গুগল মিট

সাব্স্ক্রাইড ব্যবহারকারীদের জন্য Disney+ Hotstar VIP -এ যুক্ত হয়েছে আরো কিছু নতুন ফিচার। যেমন সেলফির জন্য আছে ‘Hotshots’ আর নতুন ভিডিও তৈরী করার জন্য ‘Duets’ । এছাড়া WatchN’ Play ফিচারে আছে সোশ্যাল ফিডে মজাদার সব গেম্স্ খেলার সুযোগ। ‘Watch with your friends’ ফিচারে খেলা দেখার অভিজ্ঞতা আরো অন্যরকম হয়ে উঠবে নিঃসন্দেহে।

Highlights

১. Disney+Hotstar নিয়ে এলো আরো কিছু নতুন ফিচার।

২. বন্ধুদের সাথে ভার্চুয়ালি খেলা দেখা যাবে

৩. এমনকি ভিডিও কলও করা যাবে।

#Hotstar | # IPL  |#cricket| #tech news

Bangla News Dunia Desk Biswajit

মন্তব্য করুন