MI তার POCO X2 লঞ্চ করলো ভারতে। 64 MP ক্যামেরার বাজেট ফোনে কি কি আছে জানুন !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- MI , Redmi , Poco সবই xiaomi কোম্পানির একটি করে সাব – ব্যান্ড। আর xiaomi তার সাব – ব্যান্ড POCO X2 ফোন লাঞ্চ করলো ভারতে। কমে দামে ভালো ফোন দেবার জন্য xiaomi কে জানা যায়। ঠিক এবার তার উল্টোটা হল না। xiaomi তার POCO X2 তিনটি ভার্সনে লাঞ্চ করেছে।

১. 6 GB + 64 GB = 15,999

2. 6 GB + 128 GB = 16,999

3. 8 GB + 256 GB = 19,999

ক্যামেরা :- এই ফোন  ৬ টি ক্যামেরা আছে সামনে ২ টি ও পিছনে ৪ টি

64MP + 8MP + 2MP + 2MP  rear camera

20MP + 2MP Dual Front Camera

ডিসপ্লে :- ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে।

16.94 cm (6.67 inch) Full HD+ Display

ব্যাটারী :- POCO X2 ফোনে ৪৫০০ এম এ এইচ বাটার দেওয়া হয়েছে। এছাড়া 27W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা দেওয়া হয়েছে।

4500 mAh Lithium-ion Polymer Battery

প্রসেসর :- এই ফোন হাই পাওয়ারের প্রসেসর দেওয়া হয়েছে। যার জন্য আপনার ফোন খুব ফাস্ট চলবে , গেম খেলতে সুবিধা হবে।

Qualcomm Snapdragon 730G Processor

এই ফোনটি লিকুইড কুল টেকনোলজি ব্যবহার করা হয়েছে , যার ফলে আপনার ফোন সহজে গরম হবে না।  এই ফোনটি সবমিলিয়ে বলা যায় সাধারণ বাজেটের মধ্যে একটি ভালো ফোন। যেখানে ব্যাটারী , প্রসেসর ,ক্যামেরা ও দামের উপর ধ্যান দেওয়া হয়েছে।

[ আরো পড়ুন :- এই বছরই 5G ইন্টারনেটের স্বাদ পেতে পারেন আপনি। ]

poco x2 review

 

poco x2

[ আরো পড়ুন :- ৫ ক্যামেরার দারুন স্মার্ট ফোন নিয়ে OPPO, VIVO, Realmi , MI কে টক্কর দিতে বাজারে নামছে স্যামসুং। ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন