Bangla News Dunia, সারদা দে :- জনপ্রিয় ভিডিও গেম পাবজির পরে আরেকটি জনপ্রিয় অ্যাপ টিকটক ভারতে ফিরতে পারে বলে জানা গেলো। এই ব্যাপারে ভীষণভাবে আশাবাদী এই ভিডিও অ্যাপটির কর্মকর্তারা । গালওয়ান উপত্যকায় চীনের সাথে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে প্রায় ৫৭টি চীন অ্যাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। প্রথম দফায় টিকটক সহ বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ হয়েছিল। এর পরে দ্বিতীয় দফায় প্রায় ১১৭ টি আইপি ব্যান করে দেওয়া হয়েছিল। তখন থেকেই ভারতে পাবজি সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়।
কিন্তু এইবার পাবজি ভারতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছে। টিকটকের ইন্ডিয়া শাখার প্রধান নিখিল গান্ধী এক ইমেলের মাধ্যমে কর্মচারীদের জানিয়েছেন যে ভারতে আবার নিজেদের হারানো জায়গা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন তারা। তার সাথে এও আশ্বাস দিয়েছেন সরকারের সাথে সব রকমের ইস্যু মিটিয়ে নেবেন। সবরকমের সুরক্ষা বিধি মেনেই তারা কর্মচারীদের কাজ করাবেন ।
তাদের এই অ্যাপটি যাতে আবার নতুনভাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তার জন্য তারা বদ্ধপরিকর। কর্মচারীদের সবরকমের ব্যক্তিগত এবং পেশাদারিত্বের সর্বোচ্চ খেয়াল রাখবেন তারা। গান্ধী তাঁর কর্মচারীদের এই ইমেলের মাধ্যমে আরো জানিয়েছেন যে তাদের সংস্থা স্থানীয় আইন ও সুরক্ষা প্রয়োজনীয়তা মেনে চলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতে বাইডেন্স কোম্পানির অধীনস্ত এই কোম্পানির কর্মচারী সংখ্যা প্রায় ২হাজার। করোনা আবহে চারিদিকে যখন কর্মী ছাঁটাই চলছে সেই সময় এই কোম্পানিটি তাদের কর্মচারীদের বেতন সহ বোনাস দিয়েছে। এমনকি প্রযুক্তিগত নিজেদেরকে যাতে তারা আরো উন্নত করতে পারে তারও সুযোগ করে দিয়েছে।
আরো পড়ুন :- মোবাইল ফোন জলে পড়লে কী করবেন ? বিস্তারিত জেনে নিন
প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতে টিকিটকের রমরমা আধিপত্য ছিল। চীনের সাথে সংঘর্ষের পরেই তাদের ভারত থেকে চলে যেতে হয়েছিল। ডেটা গোপনীয়তা এবং সুরক্ষা প্রয়োজনীয়তা সহ স্থানীয় আইন নিয়ে সরকারে সাথে তাদের ইতিবাচক কথাবার্তা হয়েছে বলে গান্ধী জানিয়েছেন। তারা ভারতে খুব তাড়াতাড়ি ফেরার ব্যাপারে বেশ আশাবাদী। বৃহস্পতিবার পাবজি ঘোষণা করেছিল যে খুব শীঘ্রই তারা আবার ভারতের বাজারে ফিরতে পারে। এর সাথে তারা ভারতের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থার কোথাও জানিয়েছিল।
এই ঘোষণার পরেই টিকিটকের নতুন সুরক্ষা ব্যবস্থা সহ ভারতে ফেরার সম্ভবনা প্রবল হয়ে উঠেছিল। নোটিশে সরকার বলেছিলো যে এই অ্যাপ্লিকেশনগুলি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনশৃঙ্খলার পরিপন্থী নয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে গান্ধী জানিয়েছিলেন যে কর্মচারীদের সাথে এক হয়ে তারা ভারতীয় ব্যবহারকারীদের আরো উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর। এই অ্যাপটি যে কেবলমাত্র ব্যবহারকারীদের মনোরঞ্জন করবে তাই নয় তার সাথে জীবিকার সন্ধানও দেবে।
Highlights
১. পাবজির পরে ভারতে ফিরতে পারে টিকটক।
২. নতুনভাবে ভারতের বাজারে নিজেদের জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী তারা
৩. কোম্পানির ইন্ডিয়া শাখার প্রধান নিখিল গান্ধী ইমেলের মাধ্যমে কর্মচারীদের জানিয়েছেন
#PUBG | #tiktok | #chaina