QR কোডের মাধ্যমে আধার যাচাই করুন ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- QR কোডের মাধ্যমে আধার যাচাই করুন ! বর্তমানে সাধারণ মানুষের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ  হল আধার কার্ড। তাই যেকোনো কাজই হোক না কেন সব জায়গাতেই এই আধার ব্যবহার করা হয়ে থাকে নিজেদের পরিচয় পত্র ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে বর্তমানে সমস্ত পরিষেবার সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক। তবে এই বার আধার কার্ড নিয়ে আসলো নতুন সুবিধা।

প্রসঙ্গত এবার uidai এর তরফে গ্রাহকদের জন্য নিয়ে আসলো নতুন uidai অ্যাপ। এর ফলে সুবিধা পাবে সকল মানুষ জন। যেকোনো কাজে ফলে নিজেদের সঙ্গে আধার কার্ড না রেখে আধার সংক্রান্ত সমস্ত তথ্য এই অ্যাপ মারফত নিজেদের ফোনের মধ্যে রাখতে পারতেন সকল গ্রাহকেরা। আর তা তারা প্রয়োজনে ব্যবহার করতেও পারতেন। সকল গ্রাহকেরা চাইলে সেই uidai অ্যাপ মারফত নিজেদের আধার কার্ডের যাচাই করতে পারবেন।

পাশপাশি সকল গ্রাহকরা নিজেদের আধার কার্ড নিয়ে যাচাই করে নিতে পারবেন। সেই সুবিধার জন্য গ্রাহকদের নিজেদের আধার কার্ডের qrটি কোড ব্যবহার করতে হবে। যদিও আধার কার্ডে থাকা সেই qr কোডে গ্রাহকদের একাধিক তথ্য লুকোনো অবস্থাতে থাকে। প্রথমে গ্রাহকদের অ্যাপ খুলতে হবে। আধার কার্ডে থাকা qr কোড স্ক্যান করতে হবে। সেই ক্ষেত্রে গ্রাহকদের uidai এর ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে গ্রাহকদের verify adhar number অপশনে ক্লিক করতে হবে।

আরো পড়ুন :- প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সাফল্য ভারতের , তৈরি হচ্ছে ড্রোন

তারপর ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে। তারপর ক্যাপচা কোড দিতে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।

Highlights

1. QR কোডের মাধ্যমে আধার যাচাই করুন !

2. ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে

#UIDAI #Adhaar

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন