Realme লঞ্চ করতে চলেছে তার প্রথম 5G স্মার্ট ফোন। জানুন কি কি থাকছে এই ফোনে।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- Realme তার তৈরি প্রথম 5G স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে। ফেব্রূয়ারি মাসের ২৪ তারিখে এই ফোন লঞ্চ হবে চিনে। তার পর সারা বিশ্বে এই ফোন লঞ্চ করা হবে। Realme তার এই 5G ফোনের নাম দিয়েছে Realme x50 pro

[ আরো পড়ুন :- নিজের শরীরের ট্যাটু দেখাবার জন্য একি করলেন অভিনেত্রী ! ]

এই ফোনটি ১২ জিবি রেয়াম ও ২৫৬ জিবি স্টোরেজ এর সাথে লঞ্চ করা হবে। এছাড়া এই ফোন Dual Punch Hole Display দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি Android 10(realme UI v1.0) ভার্সনে আসবে। তবে কোম্পানির তরফ থেকে এই ফোনের ক্যামেরার ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে এই ফোনটি ১০৮ মেগা পিক্সাল ক্যামেরার সাথে লঞ্চ করা হবে।

[ আরো পড়ুন :- মাত্র ৭৯৯৯ টাকায় পাবেন ৪ GB ram ৫০০০ mAh ব্যাটারী নিতে ভুলবেন না। ]

Realme x50 pro

Bangla news dunia Desk

মন্তব্য করুন