ভারতের প্রথম ফোল্ডেবল মোবাইল লঞ্চ করতে চলেছে স্যামসুং

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- ২৪ শে ফেব্রূয়ারি ভারতে প্রথম 5G স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Relme আর তার আগে ২১ শে ফেব্রূয়ারি স্যামসুং ভারতে প্রথম ফোল্ডেবল মোবাইল ফোন এর প্রী বুকিং শুরু করতে চলেছে। স্যামসুং এই ফোনের নাম দিয়েছে Samsung galaxy Z flip চলুন জেনে নেওয়া যাক কি কি থাকছে এই ফোনে –

এই ফোনে ৮ জিবি রেমের সাথে ২৫৬ জিবি স্টোরেজ থাকছে। এই ফোনটিতে থাকছে ৬.৭ ইঞ্চির ফুল এইচ ডি ডিসপ্লে। এই ফোনে ৩২০০ mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের দাম রাখা হবে মনে হচ্ছে প্রায় ৯৫ হাজার টাকা।

[ আরো পড়ুন :- বিরাট অফার এই ফোন মাত্র ১৩,৯৯৯ টাকায় ৬৪ MP ক্যামেরা , ৬ জিবি রেযাম পাবেন ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন