Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর ! এবার থেকে ডেস্কটপ বা কম্পিউটার থেকেও ভিডিয়ো এবং ভয়েস কল করতে পারবেন WhatsApp ব্যবহারকারীরা। খুব শীঘ্রই এই নতুন টেক ফিচার আনতে চলেছে WhatsApp। এই মেসেজিং অ্যাপের নূতন কিছু ফিচার্স রয়েছে, যেগুলি এতদিন পর্যন্ত মোবাইল অ্যাপের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবার ওয়েব ও ডেস্কটপের জন্য এইসব ফিচার গুলি নিয়ে আসতে চলেছে WhatsApp। যা একেবারে নূতন এক টেকনোলজি।
https://twitter.com/alexhern/status/1334789915733860353?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1334789915733860353%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Ftech%2Fnews%2Fwhatsapp-web-video-and-voice-call-is-being-tested-could-be-roll-out-soon%2Farticleshow%2F79584418.cms
কিন্তু আপাতত নতুন এই ফিচারটি ট্রায়ালে রেখেছে WhatsApp। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের দ্বারা ফিচারের বিষয় এই বছরের অক্টোবরেই WhatsApp ট্র্যাকার WABetaInfo-র মাধ্যমে জানিয়েছিল। তখন কম্পিউটার থেকে WhatsApp-এর এই ভিডিয়ো ও ভয়েস কলিং অপশনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছিল WABetaInfo। এক্ষেত্রে যখন ইউজারেরা কোনও কল করবে , ঠিক তখন ছোট্ট একটি পপ আপ উইন্ডো খুলে যাবে, যেখানে দেখা যাবে ইউজারের নাম, প্রোফাইল পিকচার, কল এন্ড করার বাটন, ভিডিয়ো/অডিয়ো স্যুইচ অপশন এবং কল মিউট করার অপশনও থাকবে।
আরো পড়ুন :- সকলকে ইনকামের সুযোগ দিচ্ছে Google ! আসছে Task Mate
প্রসঙ্গত WhatsApp Web থেকে গ্রুপ ভয়েস অথবা ভিডিয়ো কল এছাড়া WABetaInfo-র তরফে বলা হয়েছে কিছু সপ্তাহের মধ্যেই WhatsApp-এর বেটা ইউজারদের জন্য চালু হতে চলেছে নতুন টেক ফিচারটি। তবে WhatsApp অফিশিয়ালি নতুন ফিচার লঞ্চ কবে করবে তা এখনও অবধি কিছুই ঘোষণা করেনি। তবে এই টেক ফিচারটি লঞ্চ হলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
Highlights
1. WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর !
2. তবে এই টেক ফিচারটি লঞ্চ হলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে
#WhatsApp #Tech