TET 2023 পরীক্ষায় ১৫টি প্রশ্ন ভুল? আদালতে মামলা, নম্বর পাবেন সবাই? | TET 2023 Wrong Question Case

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

TET 2023 Wrong Question Case: সম্প্রতি ফল প্রকাশিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা (TET 2023) নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পরীক্ষার ১৫টি প্রশ্ন ভুল বা বিভ্রান্তিমূলক ছিল এই অভিযোগে মামলা দায়ের হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। মামলাকারীদের দাবি, এই প্রশ্নগুলির জন্য অনেক যোগ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কী কী প্রশ্ন নিয়ে অভিযোগ?

মামলাকারীদের মতে, মোট ১৫টি প্রশ্নের উত্তরে ভুল বা বিভ্রান্তি রয়েছে। এর মধ্যে রয়েছে শিশু মনস্তত্ত্ব, ইংরেজি, পরিবেশ বিদ্যা, গণিত এবং বাংলা বিষয়ের প্রশ্ন। কিছু ক্ষেত্রে প্রশ্নের একাধিক সঠিক উত্তর রয়েছে, আবার কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলাকারীরা বিভিন্ন বই এবং রেফারেন্স দিয়ে তাদের দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।

কোন কোন প্রশ্ন নিয়ে বিতর্ক?

যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, তার মধ্যে কয়েকটি হল:

  • শিশু মনস্তত্ত্ব (Child Development Pedagogy): এই বিষয়েই সবথেকে বেশি প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছে। ব্লুমের ট্যাক্সোনমি, অনুশিক্ষণ এবং বুদ্ধাঙ্ক সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়েছে।
  • ইংরেজি (English): একটি প্যাসেজ থেকে দেওয়া প্রশ্নের উত্তরে ভুল বিকল্প থাকার অভিযোগ উঠেছে।
  • বাংলা (Bengali): অল্পপ্রাণ ধ্বনি এবং ‘বক্ষ্যমাণ’ শব্দের এক কথায় প্রকাশ নিয়ে বিভ্রান্তি রয়েছে।
  • গণিত (Mathematics): দুটি অখণ্ড সংখ্যার গসাগু সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে ভুল বিকল্প দেওয়া হয়েছে বলে অভিযোগ।
  • পরিবেশ বিদ্যা (Environmental Science): কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ এবং এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) সংক্রান্ত প্রশ্নের উত্তরেও ভুল রয়েছে বলে দাবি।

মামলার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ

মামলাটি দায়ের করা হয়েছে এবং শীঘ্রই এর শুনানি হতে পারে। মামলাকারীদের আশা, আদালত তাদের আবেদন গ্রহণ করবে এবং বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রশ্নপত্র পুনর্মূল্যায়ন করা হবে। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে সকল পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলির জন্য পূর্ন নম্বর দেওয়া হতে পারে। এর ফলে অনেক পরীক্ষার্থীর ভাগ্য পরিবর্তন হতে পারে, বিশেষ করে যারা সামান্য নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি। এর আগে ২০১৪ সালের টেট পরীক্ষাতেও ৬টি প্রশ্ন ভুল প্রমাণিত হওয়ায় সকল পরীক্ষার্থীকে নম্বর দেওয়া হয়েছিল।

এই মামলার রায়দানের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী। এখন দেখার, আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন