TET Wrong Question: TET প্রশ্নভুল মামলা নতুন বেঞ্চে মেনশন, ৪ মাস পর রিপোর্ট জমা নিয়ে তৎপরতা! কবে শুনানি?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

TET Question Error: টেট ২০১৭ এবং ২০২২-এর প্রশ্নভুল মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো কলকাতা হাইকোর্ট থেকে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার রিপোর্ট জমা দেওয়া নিয়ে অবশেষে তৎপরতা দেখা গেল। মামলাটি বিচারপতি বিভাস পট্টনায়কের নতুন একক বেঞ্চে (কোর্ট নম্বর ৭) মেনশন করা হয়েছে, যা মামলাকারীদের জন্য একটি নতুন আশার আলো সঞ্চার করেছে।

আজ, মামলাকারীদের পক্ষের আইনজীবী আলী হাসান আলমগীর মহাশয় বিচারপতি পট্টনায়কের বেঞ্চে মামলাটি মেনশন করেন। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, যে রিপোর্টটি তিন সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, তা চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও জমা পড়েনি। এই বিলম্বের কারণে মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কেন নতুন বেঞ্চে মেনশন করা হলো?

পূর্ববর্তী ডিভিশন বেঞ্চে, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী, একটি টেকনিক্যাল সমস্যার কারণে রিপোর্ট জমা দেওয়া সম্ভব হয়নি। সেই সময় আদালত রিপোর্টটি একক বেঞ্চে জমা দেওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে মামলাটি সঠিকভাবে না এগোনোয় মামলাকারীরা একক বেঞ্চে মামলাটি মুভ করতে চাইছিলেন না। অবশেষে, বিচারপতি বিভাস পট্টনায়কের নতুন বেঞ্চে এই মামলার মূল বিষয়টি আসায়, রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া তরান্বিত করতে আজ মেনশন করা হয়।

আদালতে যা ঘটল

আইনজীবী আলী হাসান আলমগীর বিষয়টি মেনশন করার পর, বিচারপতি প্রথমে বিরোধী পক্ষকে অর্থাৎ পর্ষদকে নোটিশ দিয়ে মেনশন করার নির্দেশ দেন। মামলাকারীদের আইনজীবী সেই মতো আগামীকাল নোটিশ দিয়ে আসার কথা জানান।

কিন্তু এর কিছুক্ষণ পরেই একটি অপ্রত্যাশিত মোড় নেয় ঘটনাটি। পর্ষদের পক্ষের আইনজীবী রাতুল বিশ্বাস আদালতে উপস্থিত হন এবং তিনিও বিষয়টি মেনশন করেন। যেহেতু বিরোধী পক্ষের আইনজীবী অর্থাৎ রেসপন্ডেন্ট নিজেই উপস্থিত ছিলেন, তাই আলাদা করে নোটিশ সার্ভ করার প্রয়োজন পড়েনি। বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর মেনশনটি গ্রহণ করেন।

এই মেনশনের ফলে যা হতে পারে:

  • দ্রুত শুনানি: যেহেতু মামলাটি সফলভাবে মেনশন করা হয়েছে, আশা করা হচ্ছে আগামী দুই-তিন দিনের মধ্যেই এটি শুনানির জন্য লিস্টেড হবে।
  • রিপোর্ট জমা: শুনানিতে রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে, যা এই মামলার অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই আপডেটটি সেই সমস্ত মামলাকারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যারা দীর্ঘদিন ধরে চাকরির সুযোগের অপেক্ষায় রয়েছেন। রিপোর্ট জমা পড়লে এবং তার ভিত্তিতে আদালত রায় দিলে অনেক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। আগামী দিনে এই মামলার দিকেই তাকিয়ে থাকবেন হাজার হাজার টেট পরীক্ষার্থী।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন