Trump | গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মোদি?

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Trump)। শুক্রবার হামাস ট্রাম্পের প্রস্তাব মেনে শান্তি চুক্তি করার ইঙ্গিত দিয়েছে। গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার সকালে ট্রাম্পের প্রশংসা করে মোদি (PM Narendra Modi) এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘গাজায় শান্তি ফেরানোর যে চেষ্টা করা হচ্ছে, তার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) ভূমিকাকে স্বাগত জানাই। ইজরায়েলের পণবন্দিদের মুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত একটি দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির জন্য সমস্ত প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করবে।’ এদিকে ট্রাম্পের প্রতি মোদির এই ইতিবাচক সমর্থন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এক বিবৃতি দিয়ে হামাস জানিয়েছে, তারা শান্তি প্রস্তাবের কিছু অংশ মেনে নিতে রাজি। হামাসের এই বিবৃতির পরই গাজায় হামলা বন্ধ করার জন্য ইজরায়েলকে নির্দেশ দেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছিলেন, পণবন্দিরা নিরাপদে ও দ্রুত যাতে মুক্তি পেতে পারেন তার জন্য অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে ইজরায়েলকে। কীভাবে দ্রুত বন্দিদের গাজা থেকে বের করে আনা যায়, তা নিয়ে শুরু হয়েছে আলোচনাও।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন