উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাশাপাশি বসে কথা। দু’জনেই শান্ত, স্বচ্ছন্দ, নিরুদ্বেগ। পরস্পরের মুখের দিকে তাকিয়ে কথা বলছেন। তবে কি পুনর্মিলন হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ধনকুবের তথা টেসলা সিইও এলন মাস্কের (Trump-Musk)? রবিবারের ছবি এবং ভিডিও দেখে তেমন জল্পনাই জোরাল হচ্ছে।
গতকাল আমেরিকার অ্যারিজোনা প্রদেশের গ্লেনডালে স্টেডিয়ামে দক্ষিণপন্থী নেতা চার্লি কির্কের স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে ট্রাম্প (Donald Trump) এবং মাস্ক (Elon Musk)-কে একসঙ্গে দেখা যায়। কয়েক মাস আগেও একে অপরের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় দু’জনকে। পরিস্থিতি এমন হয়েছিল যে, ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক নতুন দলও গঠন করে ফেলেন। নির্বাচনে লড়ার হুমকি দেন। গত জুন মাসে এই সংক্রান্ত বিতর্ক চরমে পৌঁছায়। তারপর এই প্রথম একসঙ্গে তাঁদের প্রকাশ্যে দেখা গেল।
হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডলে ট্রাম্প এবং মাস্কের একটি ছবি পোস্ট করা হয়েছে। মাস্ক নিজেও সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সঙ্গে তাঁর বার্তালাপের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন- ‘চার্লির জন্য’।
For Charlie pic.twitter.com/8092jIt319
— Elon Musk (@elonmusk) September 21, 2025
সোশ্যাল মিডিয়ায় দু’জনের কথার আরও কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। দক্ষিণপন্থী নেতা কির্ক ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ১০ সেপ্টেম্বর এক সভায় তাঁকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। তাঁর স্মরণসভায় এসেছিলেন ট্রাম্প এবং মাস্ক।