Ujjawala Yojana Update : ফের ৩০০ টাকা ভর্তুকি নিয়ে সুসংবাদ! দেশবাসীর জন্য বিরাট সুসংবাদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Ujjawala Yojana Update: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় প্রতিটি ভারতীয় পরিবারে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ নিম্নবিত্ত পরিবার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই ভারত সরকার সাধারণ পরিবারের কথা চিন্তা করে গ্যাস সিলিন্ডারে অধিক ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই ভর্তুকি প্রদানের ফলে পরিবার গুলো এবার বিরাট স্বস্তির পেয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে নাকি ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে। তাই আপনারা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে গ্যাস সিলিন্ডার নিয়েছেন তারা কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন। এলপিজি গ্যাস সিলিন্ডারের দ্রব্যমূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা :

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) চালু হয় ১ মে ২০১৬ সন। যার উদ্দেশ্য হলো গরিব ও উপেক্ষিত পরিবারগুলিকে, বিশেষ করে নারী-মুখ্য পরিবারের জন্য, বিনা জমানায় এলপিজি (LPG) রান্নার গ্যাস কানেকশন প্রদান করা। সেই মোতাবেক বর্তমান সারা ভারতবর্ষ জুড়ে কয়েক কোটি পরিবার উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাস কানেকশন প্রদান করা হয়েছে।

এই যোজনার মূল লক্ষ্য:

১. ধোঁয়ার traditional জ্বালানায় cooking (যেমন কাঠ, গুঁড়ো, গরুর গোবর) থেকে মুক্ত করে, স্বচ্ছ ও স্বাস্থ্যকর রান্নার সুবিধা দেওয়া।
২. বিশেষ করে মহিলাদের জন্য রান্না, আগুনে কাঠ জোগাড়, ধোঁয়া-দূষণ ইত্যাদির মতো শ্রম ও স্বাস্থ্য ঝুঁকি কমানো ও তাদের সময় ও শ্রম বাঁচানো।
৩. পরিবেশ রক্ষায় কাঠ বা গুঁড়ো জ্বালানায় নির্ভরতা কমিয়ে, LPG এর মতো পরিচ্ছন্ন জ্বালানার দিকে উৎসাহিত করা।

আবেদন যোগ্যতা (Eligibility) :

SC, ST, বিপিএল / দারিদ্র সীমার নিচের যে সমস্ত পরিবার রয়েছে তারা উজ্জ্বলা গ্যাসের জন্য আবেদন জানা পারবে। এছাড়াও বাড়ি হাউসিং অন্তর্ভুক্ত যেমন- Pradhan Mantri Awas Yojana (Gramin) গ্রামীণ কেউ, বা অন্যান্য বিশেষ শ্রেণি যেমন- অগ্রগণ্য পিছিয়ে পড়া শ্রেণি (MBC), Antyodaya Anna Yojana (AAY), চা/প্রাক্তন-চা বাগান উপজাতি, বনবাসী, নদী/দ্বীপ অঞ্চলের বাসিন্দা, ইত্যাদি তারাও আবেদন জানাতে পারবেন। তবে যে সমস্ত পরিবারের আগে থেকেই LPG কানেকশন থাকবে তারা আবেদন করতে পারবেন না। যারা দরিদ্র / উপেক্ষিত / বিশেষ শ্রেণি এবং যারা আগে LPG সংযোগ পায়নি তারা আবেদন করতে পারবেন।

ভর্তুকির পর গ্যাস সিলিন্ডারের দাম :

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাস নিয়ে থাকেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারত সরকার। এবার থেকে প্রতিটি গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি প্রদান করা হবে। তবে গ্রাহকদের বছরে ৯টি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে। নয় এর অধিক গ্যাস সিলিন্ডার নিলে বাকিগুলোর ক্ষেত্রে কোন ভর্তুকি প্রদান করা হবে না। এবার আসুন জেনে নেয়া যাক ভর্তুকি প্রদান পর বিভিন্ন শহরে গ্যাসের বর্কতমান মূল্য। কোলকাতায় ভর্তুকির পর দাম দাঁড়াচ্ছে মাত্র ৫৭৯ টাকা। লখনৌতে দাম দাঁড়াচ্ছে ৫৯০ টাকা। গাজিয়াবাদে দাম দাঁড়াচ্ছে ৫৫০ টাকা। দিল্লিতে দাম দাঁড়াচ্ছে ৫৫৩ টাকা। মুম্বাইতে দাম দাঁড়াচ্ছে ৫৫২ টাকা। গুঁরগাওতে দাম দাঁড়াচ্ছে ৫৬১ টাকা

বিভিন্ন শহরে গ্যাস সিলিন্ডারের বর্তমান মূল্য :

কলকাতায় বর্তমান গ্যাস সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা, দিল্লিতে বর্তমান গ্যাস সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, মুম্বাইতে এই সিলিন্ডারের দাম ৮৫২.৫০ টাকা, বেঙ্গালুরুতে বর্তমান গ্যাস সিলিন্ডারের দাম ৮৫৫.৫০ টাকা, চন্ডিগড়ে এই সিলিন্ডারের দাম ৮৬২.৫০ টাকা, পাটনাতে এই সিলিন্ডারের দাম ৯৪২.৫০ টাকা, চেন্নাইতে এই সিলিন্ডারের দাম ৮৬৮.৫০ টাকা, নয়ডাতে দাম দাঁড়িয়েছে ৮৫০.৫০ টাকা, হায়দ্রাবাদে এই সিলিন্ডারের দাম ৯০৫ টাকা, লখনউতে এই সিলিন্ডারের দাম ৮৯০.৫০ টাকা।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন